কলকাতা : আজ থেকেই শুরু হয়েছে টলিপাড়ার শুটিং । জোরকদমে ফ্লোরগুলি চলছে শুটিংয়ের কাজ । তবে সিনেমা, ওয়েব সিরিজ় ও ধারাবাহিকের শুটিংয়ের অনুমতি পাওয়া গেলেও, এখনই মঞ্চস্থ হচ্ছে না যাত্রা । অগাস্ট মাসের আগে যাত্রা মঞ্চস্থ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ।
সিনেমা, থিয়েটার, টেলিভিশন সিরিয়াল, ওয়েব সিরিজ়, গানের অনুষ্ঠান, নাচের প্রোগ্রামের বাইরেও বিনোদনের একটা বিরাট জগৎ আছে । যা শহুরে বিনোদনের থেকে অনেকটা আলাদা । সেই বিনোদন জগতের নাম যাত্রা । তবে লকডাউনের জেরে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় যাত্রা জগতও । এদিকে রোজগারের সময় পালা বন্ধ থাকায় সমস্যায় পড়েন শিল্পীরা । কবে থেকে ফের যাত্রা মঞ্চস্থ করতে পারবেন তাঁরা, তা জানতে চেয়ে অরূপ বিশ্বাসের সঙ্গে আজ ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চের যাত্রা অ্যাকাডেমিতে একটি বৈঠক করেন কলাকুশলী ও প্রযোজকরা । ছিলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব পিয়ালী সেনগুপ্তও । অগাস্ট মাসের আগে পর্যন্ত যাত্রা শিল্পের সব কাজ বন্ধ রাখতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ওই বৈঠকে । অগাস্ট মাসের প্রথম সপ্তাহে ফের বৈঠক হবে । তখনই পরবর্তী পদক্ষেপ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অরূপ বিশ্বাস ।