কলকাতা : প্রথমবার মঞ্চস্থ হল 'আর্টিকেল 25' । এই নাটকটি দেখানো হয় প্রসেনিয়াম আর্ট সেন্টারের একটি বড় ঘরে । প্রথম শো'তেই হাউসফুল হয় নাটকটি । অনেকেই জায়গা না পাওয়ায় ফিরে যেতে বাধ্য হন। নাটকের পরিচালক প্রশান্ত মনে করেন, তাঁদের সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে । নাটকটি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন নির্দেশক প্রশান্ত এস ধর ।
প্রশান্ত বলেন, "এই মুহূর্তে ভারতবর্ষে ধীরে ধীরে সংখ্যাগরিষ্ঠ মানুষদের আস্ফালন বাড়ছে । উগ্র জাতীয়তাবাদী, উগ্র ধার্মিক মানসিকতা বাড়ছে মানুষের মধ্যে । আমাদের সংবিধানে আর্টিকেল 25 যেভাবে ধর্মের প্র্যাকটিস হওয়া উচিত, দেখা যাচ্ছে পুরোটাই বিপরীত পথে চলছে । এই বিশেষ সম্প্রদায়ের মানুষগুলো এই বিপরীতগামীতায় হাঁটতে আরম্ভ করেছে । আমরা মনে করি এটা সংবিধানের অবমাননা করা ছাড়া আর কিছুই নয় । সেখান থেকেই পুরো নাটকটাকে ধরা হয়েছে । দিনের শেষে জাতি, ধর্ম, সাম্প্রদায়িকতা, এইসবের বাইরে বেরিয়ে কোথাও একটা মানবিক অবক্ষয় হচ্ছে । আমরা যে মেজরিটির কথা বলছি, যেই সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মানুষের উপর চড়াও হচ্ছে, সুযোগ পেলে কিন্তু সংখ্যালঘুরাও একই রকম অ্যাগ্রেসিভ হয়ে উঠছে । এবং অস্ত্র চালাতে পিছপা হচ্ছে না । এই নাটকে এই বিষয়টাকেই ধরা হয়েছে । দিনের শেষে ধর্মের বাইরে বেরিয়ে এসে মানুষ মানবিক অবক্ষয় করছে এবং তাদের মস্তিষ্কে বসে গেছে আমি শ্রেষ্ঠ । সেই শ্রেষ্ঠত্ব ফলানোর জন্য অন্য একটি মানুষকেও মেরে ফেলতে পারে যেকোনওভাবে । এই মুহূর্তে দাঁড়িয়ে এটা খুব সাইকোলজিকাল কিংবা মানসিক রোগের পর্যায়ে পৌঁছেছে । এই আস্ফালন, এই বুকবাজি, এর বিরুদ্ধে আমরা ভয় পাচ্ছি । তাই কথা বলতে চাইছি এই নাটকটার বিরুদ্ধে ।"