কলকাতা, 31 অক্টোবর: শাড়ি, মোটা কালো ফ্রেমের চশমা ছেড়ে এবার পুলিশের উর্দিতে ধরা দেবেন অর্কজা আচার্য ।
খুব বেশিদিন হয়নি শেষ হয়েছে ধারাবাহিক 'ওগো নিরুপমা'। এর মাঝেই পুজোয় ছোট পর্দার জন্য সঞ্চালনার কাজও করেছেন নিরুপমা, থুড়ি অর্কজা আচার্য । এবার সম্পূর্ণ ভিন্ন ইমেজে মেগাতে ফিরছেন অভিনেত্রী ।
'মিঠাই' ধারাবাহিকে বসুন্ধরা বসুর চরিত্রে দেখা যাবে তাঁকে । এখানে তাঁর চরিত্রটি একজন পুলিশ অফিসারের । পুলিশ অফিসার রুদ্রকে তদন্তে সাহায্য করতেই আসছে বসুন্ধরা । প্রেমও নাকি হবে দু‘জনের মধ্যে, এমনই খবর । বসুন্ধরার চরিত্রটি বেশ হাসিখুশি, জানালেন অর্কজা স্বয়ং ।
আরও পড়ুন:60 Er Pore: মুক্তি পেল '60-এর পরে'র ট্রেলার
অর্কজা বলেন, "চরিত্রটা দারুণ । গুরুগম্ভীর নয় একদমই । বরং এই পুলিশ অফিসার অনেক বেশি হাসিখুশি এবং মজার । কর্ম আর দায়িত্বে অবিচল ।"
'ওগো নিরুপমা'-তে ফার্স্ট লিড চরিত্রে অভিনয় । এরপর পার্শ্বচরিত্র 'মিঠাই'-তে । একবারও কি মনে হয়নি যে, এখানেও ফার্স্ট লিড হলে ভাল হত ? অর্কজার জবাব, "না, তেমন কিছু মনে হয়নি । মিঠাইয়ের মতো একটা বেঙ্গল টপার মেগাতে অভিনয়ের সুযোগ পাওয়াও কম কথা নয় । আমার মনে হয় অভিনয়টাই আসল । সেখানে ফার্স্ট বা সেকেন্ড লিড ম্যাটার করে না ।"
আরও পড়ুন:Makeup Artist Award: রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট
বৃহস্পতি এবং শুক্রবার শুটিং করলেন অর্কজা । 'মিঠাই' পরিবারের সঙ্গে জোট বেঁধে তিনি বেশ খুশি ।
আরও পড়ুন:Outdoor Shooting: অনুমতি মিলল আউটডোর শুটিংয়ের, মিশ্র প্রতিক্রিয়া সিনেমহলে