কলকাতা : এই চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত রয়েছেন অপর্ণা সেন, অর্ঘ্যকমল মিত্র, অভিক মুখোপাধ্যায়, সোহাগ সেন এবং অনীক দত্ত । উৎসবটির নাম দেওয়া হয়েছে 'মাই শর্টস'।
চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটা একটা ভালো সুযোগ । এই উৎসবের মাধ্যমে নিজেদের কাজকে তুলে ধরতে পারবেন তাঁরা । বাছাই করা শর্ট ফিল্মগুলি পুজোর সময় দেখানো হবে এই অ্যাপে । অনলাইন স্ক্রিনিং থেকে উঠে আসা লাভের অংশও ভাগ করে নেওয়া হবে চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে ।
এবিষয়ে অ্যাপের নির্মাতা যাত্রিক চট্টোপাধ্যায় বলেন, "সোশাল মিডিয়াতে বহু শর্ট ফিল্ম ফেস্টিভাল রয়েছে । আমার মনে হয় না সেগুলিতে সঠিক পদ্ধতিতে বিচার করা হয় বলে । অংশগ্রহণকারীরা এও জানতে পারেন না, তাঁদের ছবিগুলি দেখানো হবে কি না । আমাদের বাছাই করার পদ্ধতি ভীষণই স্বচ্ছ । বিচারকদের কথা আলাদা করে আর কী বলব । তাঁরা একেকজন স্টলওয়ার্ট । এই উৎসবের মাধ্যমে আমরা চলচ্চিত্র নির্মাতাদের অর্থ রোজগারের উপায়ও করে দিয়েছি ।"