কলকাতা, 30 ডিসেম্বর: 'সুপার সিঙ্গার-সিজন থ্রি'-এর মঞ্চে আসছেন অনু মালিক (Anu Malik in Super Singer Season 3)। বাংলা রিয়ালিটি শো-তে (Bengali music reality show) এই প্রথমবার আসছেন তিনি ।
রমরমিয়ে চলছে মিউজিক রিয়ালিটি শো 'সুপার সিঙ্গার-সিজন থ্রি'। প্রতি সপ্তাহেই থাকছে দারুণ সব চমক । প্রায়ই দেখা মিলছে টলিউড এবং বলিউডের নামজাদা সব গায়ক-গায়িকাদের । এই সপ্তাহেও থাকছে চমক । আগামী শনি ও রবিবার এই মঞ্চে হাজির থাকবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনু মালিক ।
শিল্পী অনু মালিকের (Anu Malik news) আসল নাম আনোয়ার সর্দার মালিক । তিনি অনু মালিক নামে পরিচিত ইন্ডাস্ট্রিতে । তিনি একাধারে সুরকার অন্যদিকে সঙ্গীতশিল্পী । হিন্দি ছবির দুনিয়ায় তাঁর অবদান অনস্বীকার্য । সুরকার হিসেবে তাঁর ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে 1980 সালে 'হান্টারওয়ালি 77' ছবি দিয়ে । এরপর আজ অবধি তাঁর কাছ থেকে বলিউড যা পেয়ে চলেছে তার হিসেব না কষাই ভাল । সঙ্গীত পরিচালনা থেকে শুরু করে একাধিক গানে তাঁর কণ্ঠ মন মাতিয়েছে শ্রোতা দর্শকের (entertainment news) ৷ এ হেন ভারতীয় সঙ্গীতজ্ঞের এবার আগমন ঘটতে চলেছে বাংলা টেলিভিশনের পর্দায় । তাঁর মন কি ভরাতে পারবে বাংলার প্রতিযোগীরা ? কী হতে চলেছে সেদিন ? জানতে হলে দেখতে হবে 'সুপার সিঙ্গার- সিজন থ্রি' ।
আরও পড়ুন:Aparajita first look: বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প শোনাবেন শান্তিলাল-তুহিনা