মুম্বই 23 মার্চ : এক সময়ে বহুচর্চিত ছিল অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুতের সম্পর্ক ৷ দীর্ঘদিন ধরে চলা এই সম্পর্কে হঠাৎই চিড় ধরার খবর আসে সকলের সামনে ৷ যার ফলে সববেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অঙ্কিতা ৷ এমনকি বহুদিন ধরে ডিপ্রেশনেও ছিলেন এই অভিনেত্রী ৷
আর তখনই অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সিদ্ধান্ত নিয়ে ছিলেন আত্মহত্যার ৷ এমনকি একটি এন্টারটেইনমেন্ট পোর্টৈালে ইন্টারভিউ চলাকালীন বেশ কিছু বিষয়ে মুখ খোলেন অঙ্কিতা ৷ তিনি জানিয়েছেন,সুশান্তের সঙ্গে বিয়ের পরিকল্পনা করার সময় তিনি প্রত্যাখান করেন সঞ্জয় লীলা বনসলি পরিচালিত বাজিরাও মস্তানি ৷ এমনকি, হ্যাপি নিউ ইয়ার ছবিটিও প্রত্যাখান করেন এই অভিনেত্রী ৷