পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আত্মহত্যা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন অঙ্কিতা লোখান্ডে - অঙ্কিতা লোখান্ডের খবর

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর অঙ্কিতা লোখান্ডে নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন আত্মহত্যার ! এমনকি,সম্পর্কে থাকাকালীনও অঙ্কিতা,সুশান্তের কারনেই ছেড়ে দিয়েছিলেন হ্যাপি নিউ ইয়ার ও বাজিরাও মস্তানির মতন ব্লকবাস্টার হি়ট ছবি গুলি ৷ কিন্তু এর পিছনে কি কারন ? বিস্তারিত জানতে পড়ুন...

latest news of Ankita Lokhande
অঙ্কিতা লোখান্ডে,ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

By

Published : Mar 23, 2021, 5:34 PM IST

মুম্বই 23 মার্চ : এক সময়ে বহুচর্চিত ছিল অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুতের সম্পর্ক ৷ দীর্ঘদিন ধরে চলা এই সম্পর্কে হঠাৎই চিড় ধরার খবর আসে সকলের সামনে ৷ যার ফলে সববেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অঙ্কিতা ৷ এমনকি বহুদিন ধরে ডিপ্রেশনেও ছিলেন এই অভিনেত্রী ৷

আর তখনই অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সিদ্ধান্ত নিয়ে ছিলেন আত্মহত্যার ৷ এমনকি একটি এন্টারটেইনমেন্ট পোর্টৈালে ইন্টারভিউ চলাকালীন বেশ কিছু বিষয়ে মুখ খোলেন অঙ্কিতা ৷ তিনি জানিয়েছেন,সুশান্তের সঙ্গে বিয়ের পরিকল্পনা করার সময় তিনি প্রত্যাখান করেন সঞ্জয় লীলা বনসলি পরিচালিত বাজিরাও মস্তানি ৷ এমনকি, হ্যাপি নিউ ইয়ার ছবিটিও প্রত্যাখান করেন এই অভিনেত্রী ৷

সেই জায়গায় দর্শক দেখতে পেয়েছিল দীপিকা পাড়ুকোনকে ৷ এমনকি,সলমন খানের সুলতান ছবিটিও ছিল অঙ্কিতার প্রত্যাখানের তালিকায় ৷

কিন্তু সুশান্ত সিং রাজপুত তাঁর কেরিয়ারকেই বেছে নেয় ও অবশেষে সমাপ্তি ঘটে তাঁদের সম্পর্কের ৷ তবে অবশ্য এইসব কোনও কিছুর জন্য কোনও আফসোসই নেই অঙ্কিতার ৷ কারণ সে সুশান্তকে সর্বদা সফলই দেখতে চেয়েছিলেন বলেই জানান ৷

পরে ডিপ্রেশন কাটিয়ে ওঠার পর অঙ্কিতা ঠিক করে তাঁর নিজের কেরিয়ার নিয়ে এবার ভাবার সময় এসে গেছে ৷ এরপর ধীরে ধীরে নিজের ছন্দে ফিরে আসেন অঙ্কিতা ৷ সম্প্রতি তাঁকে মনিকর্নিকাতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় ৷

ABOUT THE AUTHOR

...view details