পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Anjana-Sabyasachi : সব্যসাচীর লক্ষ্মীপুজোয় অঞ্জনা, দলবদলের জল্পনায় কী বললেন অভিনেত্রী ? - অঞ্জনা বসুর খবর

আমাকে নিয়ে দলবদলের জল্পনাটা অত্যন্ত সস্তার ভাবনা ৷ আরেকটু বুদ্ধি দিয়ে ভাবা উচিত ছিল ৷ সব্যসাচী দত্তর বাড়িতে লক্ষ্মীপুজোয় যাওয়ায় তাঁর দলবদল নিয়ে যে জল্পনার সৃষ্টি হয়েছে, তার জবাবে এ কথাই বললেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসু ৷

anjana-basu-visits-sabyasachi-duttas-house-on-lakshmi-puja-actress-reacts
সব্যসাচীর লক্ষ্মী পুজোয় অঞ্জনা, দলবদলের জল্পনায় কী বললেন অভিনেত্রী ?

By

Published : Oct 21, 2021, 3:35 PM IST

কলকাতা, 21 অক্টোবর: সদ্য তৃণমূলে ফেরত যাওয়া সব্যসাচী দত্ত-র বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোতে পৌঁছে গেলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসু । তাহলে কি তৃণমূলে যোগ দিচ্ছেন তিনিও ? ইতিমধ্যেই সেই নিয়ে জল্পনা তুঙ্গে ।

কোজাগরী লক্ষ্মীপুজোতে ঘটা করে লক্ষ্মী দেবীর আরাধনা হল সদ্য বিজেপি থেকে তৃণমূলে ফেরা সব্যসাচী দত্ত-র বাড়িতে । আর সেখানে অতিথি হিসেবে হাজির হন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী অঞ্জনা বসু । আর তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা । প্রশ্ন উঠেছে, তা হলে কি এ বার বিজেপি ছাড়ছেন অঞ্জনা বসুও । তিনিও কি হাঁটবেন সব্যসাচীর পথে ?

একসময়ে তৃণমূলে মুকুল রায়ের ছায়াসঙ্গী ছিলেন সব্যসাচী দত্ত । আবার সেই মুকুল রায়ের হাত ধরেই তৃণমূলের মায়া কাটিয়ে বিজেপিতে গিয়েছিলেন তিনি । এরপর বিধাননগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে সুজিত বসুর কাছে হেরে যান তিনি । তার কিছুদিন কাটতে না-কাটতেই তিনি আবারও ফিরে এসেছেন তৃণমূলে । এহেন সব্যসাচী দত্ত-র বাড়িতে কেন অঞ্জনা বসু, তা নিয়ে প্রশ্ন ওঠায় বেশ বিরক্ত অভিনেত্রী ।

আরও পড়ুন:Aryan Khan drug case: শাহরুখের মন্নতে এনসিবি, সমন অনন্যা পাণ্ডেকে

ইটিভি ভারতকে তিনি জানান, "আমি কোথায় যাব, না যাব তা নিয়ে মানুষ কেন প্রশ্ন করবে আমি বুঝি না । আমি কোথায় যাব, কোথায় যাব না, তা আমার ব্যক্তি স্বাধীনতার বিষয় । আমি প্রথম থেকেই বলে এসেছি, আমি এমন রাজনীতিতে বিশ্বাসী নই যে, আমার বিরোধী মানেই তিনি আমার শত্রু । আমার বিরোধী মানে সে আমার রাজনৈতিক মতাদর্শের বিরোধী । সে তো আমার শত্রু হতে পারে না । এতদিন ধরে যাঁর সঙ্গে আমার দাদা-বোনের সম্পর্ক, যাঁর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক, তিনি আজ অন্য দলে চলে গিয়েছেন বলে আমার শত্রু হয়ে গেলেন ? আমি এ রকম মানসিকতায় বিশ্বাসী নই । আমি তাঁর বাড়ির পুজোতে গিয়েছি বলে আমি দলবদল করছি, এই জাতীয় ভাবনা খুব সস্তার । আর একটু বুদ্ধি দিয়ে মানুষের ভাবা উচিত ছিল । এত সহজ ভাবনা হলে চলে ?"

আরও পড়ুন:ছেলেকে সঙ্গে নিয়ে লক্ষ্মী পুজোর আয়োজন চৈতির

এ বিষয়ে সব্যসাচী দত্ত ইটিভি ভারতকে বলেছেন, "অঞ্জনা দেবী তৃণমূলে যোগ দেবেন কি না সেটা ঠিক করার আমি কে ! এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন । আর এ নিয়ে বলতে পারেন অঞ্জনা দেবী নিজে । আপনারা চাইলে তাঁকে জিজ্ঞাসা করতেই পারেন । আমার মনে হয় এই প্রশ্নের উত্তর সবচেয়ে ভাল তিনিই দিতে পারবেন ।"

দলবদলের জল্পনায় কী বললেন অভিনেত্রী ?

আরও পড়ুন: বন্ধু ও আত্মীয়দের ছাড়াই বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন অর্পিতার

তবে অঞ্জনা ও সব্যসাচীর এই জবাবে জল্পনা থামার নয় ৷ বিশেষত সাম্প্রতিক পরিস্থিতিতে যখন দলবদলের রাজনীতির সাক্ষী গোটা বাংলা, তৃণমূল ক্ষমতায় আসার পর বিজেপি নেতাদের দল ছাড়ার হিড়িক চলছে - এ সব কারণেই অঞ্জনা বসুর সঙ্গে শাসকদলের নতুন কোনও সমীকরণ তৈরি হল কি না, তা নিয়ে চর্চা চলছে ৷ তবে যাবতীয় প্রশ্নের উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন:বন্ধু ও আত্মীয়দের ছাড়াই বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন অর্পিতার

ABOUT THE AUTHOR

...view details