কলকাতা, 21 অক্টোবর: সদ্য তৃণমূলে ফেরত যাওয়া সব্যসাচী দত্ত-র বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোতে পৌঁছে গেলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসু । তাহলে কি তৃণমূলে যোগ দিচ্ছেন তিনিও ? ইতিমধ্যেই সেই নিয়ে জল্পনা তুঙ্গে ।
কোজাগরী লক্ষ্মীপুজোতে ঘটা করে লক্ষ্মী দেবীর আরাধনা হল সদ্য বিজেপি থেকে তৃণমূলে ফেরা সব্যসাচী দত্ত-র বাড়িতে । আর সেখানে অতিথি হিসেবে হাজির হন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী অঞ্জনা বসু । আর তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা । প্রশ্ন উঠেছে, তা হলে কি এ বার বিজেপি ছাড়ছেন অঞ্জনা বসুও । তিনিও কি হাঁটবেন সব্যসাচীর পথে ?
একসময়ে তৃণমূলে মুকুল রায়ের ছায়াসঙ্গী ছিলেন সব্যসাচী দত্ত । আবার সেই মুকুল রায়ের হাত ধরেই তৃণমূলের মায়া কাটিয়ে বিজেপিতে গিয়েছিলেন তিনি । এরপর বিধাননগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে সুজিত বসুর কাছে হেরে যান তিনি । তার কিছুদিন কাটতে না-কাটতেই তিনি আবারও ফিরে এসেছেন তৃণমূলে । এহেন সব্যসাচী দত্ত-র বাড়িতে কেন অঞ্জনা বসু, তা নিয়ে প্রশ্ন ওঠায় বেশ বিরক্ত অভিনেত্রী ।
আরও পড়ুন:Aryan Khan drug case: শাহরুখের মন্নতে এনসিবি, সমন অনন্যা পাণ্ডেকে
ইটিভি ভারতকে তিনি জানান, "আমি কোথায় যাব, না যাব তা নিয়ে মানুষ কেন প্রশ্ন করবে আমি বুঝি না । আমি কোথায় যাব, কোথায় যাব না, তা আমার ব্যক্তি স্বাধীনতার বিষয় । আমি প্রথম থেকেই বলে এসেছি, আমি এমন রাজনীতিতে বিশ্বাসী নই যে, আমার বিরোধী মানেই তিনি আমার শত্রু । আমার বিরোধী মানে সে আমার রাজনৈতিক মতাদর্শের বিরোধী । সে তো আমার শত্রু হতে পারে না । এতদিন ধরে যাঁর সঙ্গে আমার দাদা-বোনের সম্পর্ক, যাঁর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক, তিনি আজ অন্য দলে চলে গিয়েছেন বলে আমার শত্রু হয়ে গেলেন ? আমি এ রকম মানসিকতায় বিশ্বাসী নই । আমি তাঁর বাড়ির পুজোতে গিয়েছি বলে আমি দলবদল করছি, এই জাতীয় ভাবনা খুব সস্তার । আর একটু বুদ্ধি দিয়ে মানুষের ভাবা উচিত ছিল । এত সহজ ভাবনা হলে চলে ?"