কলকাতা : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গানের মাধ্যমে দুই বন্ধুর গল্প শোনালেন সংগীত পরিচালক অনুপম রায় ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । গানটির নাম 'মাইকেল বিদ্যাসাগর সংবাদ'। এটি গেয়েছেন অনুপম ও অনির্বাণ দু'জনেই । বিদ্যাসাগরের চরিত্রে অনির্বাণ ও মাইকেল মধুসূদন দত্তর চরিত্রে দেখা গিয়েছে অনুপমকে।
ভিডিওটির ভাবনা পুরোটাই অনির্বাণের । গানটি লিখেছেন অনুপম । মাইকেল মধুসূদন দত্ত তখন বিদেশে ব্যারিস্টারি পড়ছিলেন । সেই সময় অর্থ সংকটে পড়েছিলেন মধুসূদন । বিদ্যাসাগরের কাছে সাহায্য চান তিনি । সেই সময় বাকিরা মুখ ফিরিয়ে নিলেও বিদ্যাসাগর তাঁর থেকে মুখ ফেরাননি । সাধ্যমতো মাইকেলকে অর্থ সাহায্য করেছিলেন তিনি । গানের মাধ্যমে এই বিষয়টি তুলে ধরা হয়েছে ।