মুম্বই : একাধিক ছবির জন্য কপিল শর্মাকে প্রস্তাব দিয়েছিলেন অনিল কাপুর । কিন্তু, প্রতিটি ছবির প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন তিনি । 'একে ভার্সেস একে' ছবির প্রচারের জন্য সম্প্রতি 'কপিল শর্মা শো'-তে এসেছিলেন অনিল কাপুর । কেন সেই ছবিগুলির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তা কপিলের কাছে জানতে চান তিনি ।
প্রকাশ্যে এসেছে এই শোয়ের একটি প্রোমো । সেখানে কপিলের সামনের সোফায় বসে থাকতে দেখা গিয়েছে অনিলকে । এরপর কপিলের উদ্দেশে তিনি বলেন, "আমি তোমাকে কতগুলো ছবির প্রস্তাব গিয়েছিলাম । কিন্তু, তুমি সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলে । কেন ?" এর উত্তরে কপিল বলেন, "আমাকে 24 সিরিজ়ের জন্য বলা হয়েছিল । এর জন্য আমি খুবই খুশি । কিন্তু, সেই সময় আমার এই শো শুরু হয় ।" পালটা কপিলকে সমর্থন করে অনিল বলেন, "শো-কে গুরুত্ব দিয়ে তুমি খুবই ভালো করেছিলে ।"
এছাড়াও 'মুবারকন' ও প্রিয়দর্শনের 'তেজ়'-এর মতো ছবির প্রস্তাবও দেওয়া হয়েছিল কপিলকে । কিন্তু, সব ছবির প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন তিনি । অনিলের কথা শুনে কপিল বলেন, "স্যার আমাকে ছবির প্রস্তাব দিয়ে যাবেন ।" এরপর মজার ছলে অনিল বলেন, "এখন আমি পার্শ্বচরিত্রে অভিনয় করি । বাবার চরিত্র । যদি কোথাও তোমার বাবার বা দাদার চরিত্র থাকে আমাকে বলো ।" এর উত্তরে কপিল বলেন, "হাসার সময় আমাদের দু'জনের চোখই বন্ধ হয়ে যায় । আমাদের বাবা-ছেলের চরিত্রে ভালোই মানাবে । তবে আমার ভয় হচ্ছে বাবার চরিত্রর জন্য আপনাকে বলা হল, কিন্তু স্ক্রিনে যদি আমাকে বাবা বলে মনে হয় !"
আব্বাস-মুস্তানের ছবি 'কিস কিসকো পেয়ার কারুঁ' দিয়ে 2015-তে অভিনয়ে ডেবিউ করেছিলেন কপিল । এরপর প্রযোজক হিসেবে 2017-তে 'ফিরাঙ্গি' ছবিতে হাতেখড়ি হয় তাঁর । এছাড়া সম্প্রতি নতুন কাজ শুরুর কথাও জানিয়েছেন । আর তার জন্য ওজন কমাচ্ছেন বলেও জানান তিনি ।