কলকাতা, 3 ফেব্রুয়ারি:বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'জয় জগন্নাথ'-এ (Bengali serial Jai Jagannath) এ বার থেকে দেখা যাবে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে (Anamika Chakraborty in Jai Jagannath)। একেবারে সাদামাটা লুকে হাজির থাকবেন তিনি ।
হিয়াপ্রেমীদের জন্য সুখবর । হিয়া মানে 'এখানে আকাশ নীল' ধারাবাহিকের হিয়ার কথা বলছি । অনামিকা চক্রবর্তীকে নিয়ে কিছু লিখতে গেলে হিয়ার কথা মনে পড়তে বাধ্য । হিয়া-উজানের জুটিতে একটা সময় তোলপাড় হয়েছে নেটপাড়া । এ বার এ হেন হিয়াকে দেখা যাবে একেবারে সাদামাটা লুকে । এমনই খবর চ্যানেলের তরফে । বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'জয় জগন্নাথ'। সেখানেই এক বিধবা মহিলার চরিত্রে ধরা দেবেন গ্ল্যামারাস, বাবলি ক্যারেক্টারের অনামিকা । তা কেমন সেই চরিত্র ?
অনামিকার এখানে চরিত্রের নাম করুণাময়ী (entertainment news)। একাদশীর দিন করুণাময়ীকে ভগবান জগন্নাথের সামনে খাবার খেতে দেখা যাবে । এই ঘটনার জেরে পুরোহিতরা তীব্র প্রতিবাদ করে । কিন্তু ভগবান জগন্নাথ স্বয়ং উদ্ধার করতে আসবেন করুণাময়ীকে । ভগবান বলবেন যে তিনি তাঁর সামনে কেউ উপবাস করে থাকুক তা পছন্দ করেন না। এরকম স্টোরি লাইন নিয়েই এগোবে আসন্ন পর্বগুলি ।