পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Anamika Chakraborty in Jai Jagannath: জয় জগন্নাথে সাদা বসনে অনামিকা, কেমন চরিত্রে টেলি ক্রাশ হিয়া ?

'জয় জগন্নাথ'-এ (Bengali serial Jai Jagannath) এ বার থেকে দেখা যাবে অনামিকা চক্রবর্তীকে (Anamika Chakraborty in Jai Jagannath)।

Anamika Chakraborty to act in Bengali serial Jai Jagannath
জয় জগন্নাথে সাদাবসনে অনামিকা, কেমন চরিত্রে টেলি ক্রাশ হিয়া?

By

Published : Feb 3, 2022, 5:09 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি:বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'জয় জগন্নাথ'-এ (Bengali serial Jai Jagannath) এ বার থেকে দেখা যাবে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে (Anamika Chakraborty in Jai Jagannath)। একেবারে সাদামাটা লুকে হাজির থাকবেন তিনি ।

হিয়াপ্রেমীদের জন্য সুখবর । হিয়া মানে 'এখানে আকাশ নীল' ধারাবাহিকের হিয়ার কথা বলছি । অনামিকা চক্রবর্তীকে নিয়ে কিছু লিখতে গেলে হিয়ার কথা মনে পড়তে বাধ্য । হিয়া-উজানের জুটিতে একটা সময় তোলপাড় হয়েছে নেটপাড়া । এ বার এ হেন হিয়াকে দেখা যাবে একেবারে সাদামাটা লুকে । এমনই খবর চ্যানেলের তরফে । বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'জয় জগন্নাথ'। সেখানেই এক বিধবা মহিলার চরিত্রে ধরা দেবেন গ্ল্যামারাস, বাবলি ক্যারেক্টারের অনামিকা । তা কেমন সেই চরিত্র ?

অনামিকার এখানে চরিত্রের নাম করুণাময়ী (entertainment news)। একাদশীর দিন করুণাময়ীকে ভগবান জগন্নাথের সামনে খাবার খেতে দেখা যাবে । এই ঘটনার জেরে পুরোহিতরা তীব্র প্রতিবাদ করে । কিন্তু ভগবান জগন্নাথ স্বয়ং উদ্ধার করতে আসবেন করুণাময়ীকে । ভগবান বলবেন যে তিনি তাঁর সামনে কেউ উপবাস করে থাকুক তা পছন্দ করেন না। এরকম স্টোরি লাইন নিয়েই এগোবে আসন্ন পর্বগুলি ।

আরও পড়ুন:Tusu festival celebrated in Pilu: টুসু দেবীকে সাক্ষী রেখে মালাবাদল পিলু-আহিরের

বলাবাহুল্য, এমন পোশাক এবং মেক আপ-এ এর আগে অনামিকাকে দেখেননি কেউ । এই চরিত্রে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী । তিনি জানিয়েছেন, "এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি সত্যিই অভিভূত । সত্যি কথা বলতে আমি নিজে একজন আধ্যাত্মিক মানুষ । আর তাই এই চরিত্রটার সঙ্গে নিজেকে মেলাতে পারছি । এই প্রথম আমি এমন মাইথোলজিক্যাল কোনও চরিত্র করছি । সেই কারণে ভাল লাগাটা বিপুল পরিমাণ । চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে গড়তে কোন অভিনেতার না ভাল লাগে ?"

প্রসঙ্গত, অনামিকা বাংলা টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজ এমনকী বড় পর্দাতেও দাপিয়ে অভিনয় করছেন । ওয়েব সিরিজ 'ভালোবাসাবাসি', 'হোলি ফাঁক' এবং বাংলা ছবি 'ইস্কাবন'-এ এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন অনামিকা । অভিনয় করেছেন 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে । আর এ বার 'জয় জগন্নাথ'-এ তাঁকে দেখা যাবে একেবারে অন্য ইমেজে ।

আরও পড়ুন:Rachna Banerjee on Dadagiri stage: দিদি নম্বর ওয়ান সিজন 9-এর আগে দাদাগিরির মঞ্চে রচনা

ABOUT THE AUTHOR

...view details