পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Alta phooring : স্বপ্ন দেখা গ্রামের জিমন্যাস্টসের গল্প নিয়ে আসছে 'আলতা ফড়িং'

10 জানুয়ারি থেকে আসছে নতুন ধারাবাহিক 'আলতা ফড়িং'। এক জিমন্যাস্টসের জীবনে সফল হওয়ার গল্প বলবে এই ধারাবাহিক ।

Alta phooring
আলতা ফড়িং

By

Published : Jan 8, 2022, 2:42 PM IST

কলকাতা, 8 জানুয়ারি :আসছে নতুন ধারাবাহিক, যার একটি অংশ জিমন্যাসটিক্স ৷ ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে 'আলতা ফড়িং' ৷ ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এসে 'আলতা ফড়িং'-এর প্রযোজক সুশান্ত দাস বলেন, "আলতা ফড়িং বলবে বাস্তবতার কথা । করোনা, আমফান আমাদের অনেক কিছু শিখিয়েছে ।" (Alta phooring story of a Gymnasts to release 10 January)

গ্রাম বাংলার মাটির কাছাকাছি এই ধারাবাহিকের গল্প, জানান প্রযোজক ৷ গ্রামাঞ্চলে হাইজাম্প, লংজাম্প, দৌড় জনপ্রিয় । গ্রাম বাংলার অনেক মেয়ে অ্যাথলিটে সোনা, রুপোর পদক এনে দিয়েছেন । আর জিমন্যাস্টও করেন তরুণ-তরুণরী ।

তিনি জানান, ফড়িং চায় জিমন্যাসটিক্স দেখাতে, বড় অ্যাথলিট হতে । বন্যায় তার ঘর ভেসে গিয়েছে । জলের স্রোতে তলিয়ে গিয়েছেন মা । তাঁর মা রাধারানিও এক সময় জিমন্যাসটিক্স করতেন । কিন্তু রাজ্যস্তরে পৌঁছে পিছু হটতে হয় তাঁকে । অবিবাহিত অবস্থাতেই গর্ভবতী হন ফড়িংয়ের মা । তাই ছাড়তে হয় জিমন্যাসটিক্স ।

কুমারী গর্ভবতীকে মেনে নেয় না সমাজ । ইটভাটায় দিনমজুরির কাজ শুরু করেন রাধারানি । সেখানেই জন্ম হয় ফড়িং-এর । ফড়িংও কালে কালে জিমন্যাসটিক্সে পটু হয়ে ওঠে । কিন্তু রাধারানি তা চান না । একদিন নেপোটিজমের শিকার রাধারানি জানেন ভাল খেললেও বড় জায়গায় সুযোগ পাওয়া সম্ভব নয়, সহজ নয় ৷

আরও পড়ুন : Jhalagan Palagan Trailer Releases : ওয়েবে এবার অন্য স্বাদ, কবির লড়াই নিয়ে আসছে ঝালাগান পালাগান

গল্পের ফড়িং অর্থাৎ খেয়ালি মণ্ডল ক্লাস ফ্লাইভ থেকেই জিমন্যাস্টিক্স অভ্যাস করেন এবং প্রফেশনাল ডান্সারও । নাচের জন্যই তাঁর জিমন্যাসটিক্স শেখা । অভিনেত্রী বলেন, "এখন আর ক্লাবে গিয়ে জিমন্যাসটিক্স প্র‍্যাকটিস করার সময় পাই না । তবে শুটিংয়ের জন্য নিয়মিত করতে হচ্ছে । যখন জানলাম একজন জিমন্যাস্টসের চরিত্র করতে হবে আমাকে, তখন তো জাস্ট চমকে উঠেছিলাম ।"

তবে পাশাপাশি ভয়ও পেয়েছিলেন খেয়ালি । কিন্তু সিনিয়রদের কাছ থেকে খুব ভাল ব্যবহার পেয়েছেন তিনি ৷ এর আগেও অভিনয় করেছেন, তাও বললেন, "আমি নতুনই । সুশান্তদার কল্যাণে লিড চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম । প্রচণ্ড বৃষ্টিতে, অনেক রাত অবধি ঠান্ডায় শুট করেছি আমরা । ফড়িং মেয়েটার মধ্যে জীবনে কিছু করার আগুন জ্বলছে । সেটা ফুটিয়ে তুলতে হবে চরিত্রে ।" তাই এটা বেশ চ্যালেঞ্জিং খেয়ালির কাছে ৷

খেয়ালির ফিটনেস এবং কণ্ঠস্বরের ভূয়সী প্রশংসা করে সুশান্ত দাস বলেন, "রিলে ওর ফিটনেসের ঝলক দেখেই ওকে লক করি । খুব পরিশ্রমী মেয়েটা ।" তিনি আশাবাদী, ভবিষ্যতে আরও অনেক কাজ করলেও "এই চরিত্রটা ওর জীবনে দাগ কেটে যাবে, আমার বিশ্বাস", বললেন প্রযোজক ৷

রাধারানির চরিত্রে অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায় । সুশান্ত দাসের সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ । সুশান্ত বললেন, "রাধারানি হিসেবে ছিপছিপে, বডি ফিটনেস ভাল, এমন কাউকে খুঁজছিলাম । শাঁওলি ঠিক তেমনটাই । অনেকে বলেন, খেয়ালির সঙ্গে ওঁর মুখেরও মিল নাকি আছে ৷"

ধারাবাহিকের নায়ক অর্ণব বন্দ্যোপাধ্যায় । তাঁর চরিত্রের নাম অভ্রদীপ চট্টোপাধ্যায় । অভ্র সরকারি পরীক্ষা দিয়ে ব্যাঙ্কে চাকরি পেয়েছে । বাড়ির এবং পাড়ার নয়নের মণি । সবাই তাঁকে 'বাবু' বলে ডাকে । গ্রামে ত্রাণ পৌঁছাতে গিয়ে ফড়িংকে বন্যার জল থেকে উদ্ধার করেন অভ্র ।

আরও পড়ুন : Nusrat Jahan Bday : নিজের শর্তে বাঁচেন, জন্মদিনে ফিরে দেখা টলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’কে

অভ্রর চরিত্র নিয়ে সুশান্ত দাস বললেন, "অভ্র আজকালকার ছেলে । কিন্তু পুরনোকে সম্মান করেন । আবার দিনরাত পার্টি, মৌজ মস্তিতে মেতে থাকেন না । কাউকে কোনওকিছুতে তিনি 'না' বলতে পারেন না । তাঁর জীবনেও একটা ক্ষত আছে, যা আজও দগদগে ।" কিন্তু কীভাবে, তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিক, জানালেন প্রযোজক । অর্ণব বলেন, "সুশান্তদার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ । এরকম মেজর একটা চরিত্র আগে পাইনি কখনও ।"

অন্য সব চরিত্রে আছেন অরুণ বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসু, সুদীপ সরকার, মিষ্টি সিং, অরিন্দম বাগচি, চন্দ্রনীভ, অমিতাভ ভট্টাচার্য-সহ আরও অনেকে । নাজিরাবাদে হচ্ছে শুটিং । আউটডোর হয়েছে ফলতার রায়পুরে । 10 জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধে সাড়ে 7 টায় দেখুন 'আলতা ফড়িং' ।

ABOUT THE AUTHOR

...view details