কলকাতা, 2 ডিসেম্বর: সুস্থ আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma wins against cancer)। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে প্রতি মাসেই কলম ধরেন বন্ধু-প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। এ মাসে তাঁর লেখায় জানা গেল সুস্থ আছেন অভিনেত্রী (TV actress Aindrila Sharma)। সম্পূর্ণরূপে ক্যানসার মুক্ত ঐন্দ্রিলা ।
লড়াইয়ের আরেক নাম ঐন্দ্রিলা শর্মা (Cancer survivor Aindrila Sharma)। দুরারোগ্য ক্যানসারকে চ্যালেঞ্জ জানিয়েছিল এই কন্যে । কেমোর পর কেমো দমিয়ে রাখতে পারেনি তাঁকে । একটার পর একটা মেগা সিরিয়াল, অরিজিনালস করে গিয়েছেন বহরমপুরের ঐন্দ্রিলা ।
ছোট থেকেই অভিনেত্রী হওয়ার শখ তাঁর । তাই কলকাতায় চলে আসা । আজীবন তাঁর ক্রাশ এক এবং অদ্বিতীয়ম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । প্রিয় অভিনেতার জন্মদিনে ছোট থেকেই কেক কেটে এসেছেন । এ হেন ঐন্দ্রিলা যখন উচ্চমাধ্যমিকের ছাত্রী তখন ক্যানসারে আক্রান্ত হন । শুরু হয় চিকিৎসা । ভালও হয়ে ওঠেন ধীরে ধীরে । এরপর ফের আঘাত চার বছর আগে । জানা যায়, সেই অসুখ আবার ফিরে এসেছে । ফুসফুসে এক লিটার রক্ত জমেছে । ভাগ্যের হাতে, ভগবানের হাতে সব ছেড়ে দেওয়া নয় । রীতিমতো লড়াই করে তাঁকে বাঁচানোর চেষ্টায় অটুট থেকেছে ঐন্দ্রিলার পরিবার ।
ঐন্দ্রিলার বাবা ডাক্তার, মা নার্স এবং দিদিও ডাক্তার । ডাক্তারের নির্দেশমতো সব মেনে চলেছেন ঐন্দ্রিলা । পাশে ছিল পরিবার, বন্ধু-প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী এবং অভিনেত্রীর অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী । কেউ পুজো দিয়েছেন, কেউ মানত করেছেন তাঁর জন্য ।
আরও পড়ুন:Prosenjit Chatterjee: বুম্বাদার জন্মদিনে বহরমপুরের বাড়িতে কেক কাটতেন ঐন্দ্রিলা
সব্যসাচী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে এ বার দিয়েছেন সুখবর । তিনি ঐন্দ্রিলাকে ঘিরে নানা কথার মাঝে লিখেছেন, "...এবার ভালো খবরটা বলি । বেশ কয়েক বছর আগে, ইংমার বার্গম্যানের একটা বহু পুরোনো সিনেমা দেখেছিলাম, যেখানে মৃত্যু এসেছে নায়কের প্রাণ নিতে আর এক ধূসর প্রান্তরে বসে, নায়ক মৃত্যুর সাথে দাবা খেলছে । খুব সামনে থেকে এই অসুখটাকে পর্যবেক্ষণ করে, বারবার ওই সিনেমাটার কথা মনে পড়ে যায় আমার । একটা গুটিকে রক্ষা করতে পনেরোটা গুটি ছুটোছুটি করছে । নিয়ম মেনে, মাপ মেনে নড়াচড়া করে প্রতিপক্ষকে প্রতিহত করাই তাদের মূল লক্ষ্য । সারাটা বছর ধরে ডাক্তাররা এবং ওর পরিবার মিলে সেটাই করে এসেছে, এক মুহূর্তের জন্যও কেউ হাল ছাড়েনি । জীবন সংশয় আছে জেনেও ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করা হয় মে মাসে । কিছুদিন আগে, অস্ত্রোপচারের ঠিক ছয় মাস পর পুনরায় পরীক্ষা করা হয় ওকে । ডাক্তার জানিয়েছেন যে কোনও বদ কোষ অবশিষ্ট নেই ওর শরীরে । এই মুহূর্তে, ঐন্দ্রিলা সুস্থ এবং বিপদমুক্ত ।"
সব্যসাচী আরও লিখেছেন, "নতুন রেজিমেন অনুযায়ী, ডিসেম্বরের শেষ অবধি কেমোথেরাপি চলবে, সেটার কষ্টটা অবশ্য ওকে সহ্য করতেই হবে । সাবধানতা অবলম্বন করে প্রতি তিন মাস অন্তর স্ক্যান করা হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শের অধীনে থাকতে হবে । অস্ত্রোপচারে শরীর থেকে বাদ গিয়েছে অর্ধেক ফুসফুস, হৃদপিণ্ডের ছাল অর্থাৎ পেরিকার্ডিয়াম এবং ডায়াফ্রামের একাংশ । হাই প্রোটিন খাবার আর স্টেরয়েড এবং বাকি ওষুধপত্রের প্রভাবে ওজন বেড়েছে প্রায় এগারো কেজি, ডাক্তার বলেছেন যে সেটা অবশ্য খুবই ভালো, চিকিৎসা চলাকালীন ওজন কমলেই বরং রক্তের সমস্যা দেখা দেয় । ঐন্দ্রিলা আমায় জানিয়েছে যে ধীরে সুস্থে ওজন কমিয়ে, একেবারে সুস্থ হয়ে পরের বছর পুনরায় ক্যামেরার সামনে দাঁড়াবেই, ফিরবে স্বাভাবিক জীবনের ছন্দে ।"
আরও পড়ুন:ক্যানসারে আক্রান্ত 'জিয়নকাঠি'-র জাহ্নবী, হাসপাতাল থেকে শেয়ার করলেন ছবি
ঐন্দ্রিলার মা শিখা শর্মা জানান, "1 ডিসেম্বর ওর একটা কেমোথেরাপি হয়েছে । খুব দুর্বল । ঐন্দ্রিলা এখন ক্যানসারমুক্ত । তবে, 29 ডিসেম্বর অবধি ওর কেমোথেরাপি চলবে । কোনও বদ কোষ আর বেঁচে নেই ওর শরীরে ।"