কলকাতা, ২৫ জুলাই: ফের রাতের কলকাতায় অভিনেতাকে হেনস্থার অভিযোগ । এবার রঞ্জিত মল্লিকের ভাইপো দেবজয় মল্লিককে মারধরের অভিযোগ উঠল । অভিযোগ, এক যুবতিকে হেনস্থার প্রতিবাদ করেছিলেন তিনি । ওই যুবতি তাঁর বান্ধবী । যার জন্য দেবজয়কে বেধড়ক মারধর করা হয় ৷ রাতেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন : এবার টলিউড অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ ক্যাব চালকের বিরুদ্ধে
গতরাতে দেবজয় এবং তাঁর বান্ধবী ফিরছিলেন সল্টলেক থেকে ৷ রাস্তায় গল্ফগ্রিনের 234 নম্বর বাসস্ট্যান্ডের কাছে একটি ATM-এ টাকা তুলতে গেছিলেন ওই যুবতি । সেখানে তিন-চারজন যুবক তাঁকে হেনস্থা করে । চেনা জায়গায় এমন ঘটনা ঘটতে পারে ভাবতেও পারেননি দেবজয় ৷ গাড়ি থেকে নেমে ঘটনার প্রতিবাদ করতে যান তিনি । অভিযোগ, তখন তাঁর উপর চড়াও হয় ওই যুবকরা ৷ বেধড়ক মারধর করে ৷ চলে লাথি, ঘুষি ৷ জখম হন তিনি ৷ এতটাই মারধর করা হয় যে বুকের বাঁ-দিকেও ব্যথা অনুভব করতে শুরু করেন । তড়িঘড়ি ছুটে যান MR বাঙুর হাসপাতালে । সেখান থেকে যাদবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ৷
আরও পড়ুন : টলিউড অভিনেত্রীকে হেনস্থা, ধৃত ক্যাব চালক
অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ ৷ দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি । খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ ।