কলকাতা, 13 মে : লকডাউনের মাঝে অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী । আজ এক পুত্রসন্তানের জন্ম দিলেন তিনি । দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসাপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন তিনি ৷ সেখানেই তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ কয়েকবছর আগে ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার রজত ঘোষ দস্তিদারকে বিয়ে করেন সোনালী ৷
মা হলেন অভিনেত্রী সোনালী চৌধুরী
দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসাপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী ৷ ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার রজত ঘোষ দস্তিদার তাঁর স্বামী ৷ ছেলের নাম রেখেছেন অলিভার ৷
পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী
আরও পড়ুন : ধূলোকণা মেখে ছোট পর্দায় কামব্যাক মানালি-ইন্দ্রাশিসের
ফুটবলার বাবা তাঁর ছেলের নাম রেখেছেন অলিভার ৷ কিংবদন্তী জার্মান ফুটবলারের অলিভার কানের নামের সাথে মিল রেখে সোনালী এবং রজত ছেলের এই নাম রেখেছেন ৷ মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে । সন্তানের জন্মের পর খুশি সোনালী এবং রজত দু’জনেই ৷ তবে, করোনা পরিস্থিতির কারণে তাঁরা সবাই খুব সাবধানে রয়েছেন ৷