কলকাতা : পাবলিক ফিগার আর পাবলিক প্রপার্টি বা সম্পত্তির মধ্যে একটা ফারাক আছে । তবে সেই ফারাকটা বুঝতে চান না নেটিজেনরা । তাই সোশাল মিডিয়ায় সেলেব্রিটিদের যা-তা বলে ট্রোল করা হয় । কখনও সেই সব মন্তব্য শালীনতার মাত্রা ছাড়ায় । এই বিষয়টি নিয়ে সরব হলেন অভিনেত্রী অলিভিয়া সরকার ।
বেশ কয়েকজন নেটিজেন অলিভিয়াকে অশ্লীল মেসেজ পাঠিয়েছে । চুপ না থেকে অভিনেত্রী সেই সব ইউজ়ারের নাম আর তাদের পাঠানো মেসেজের স্ক্রিনশট তুলে নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি ।
ক্যাপশনে অলিভিয়া লিখেছেন, "মানসিক ভাবে অসুস্থ এবং সম্ভাব্য ধর্ষকদের খুঁজে পেয়েছি । নিজেদের প্রকৃত পরিচয় সামনে আনার সাহস নেই । এদিকে মেয়েদের নোংরা মেসেজ পাঠিয়ে ভাবখানা এমন, যেন দারুণ পুরুষোচিত কাজ করে ফেলেছে ।"
সঙ্গে এটাও লিখেছেন, "গ্রুপে সবাই পাক্কা পিঠ চাপড়াচ্ছে, আর বলছে - কি দিলে গুরু ! তাই না ? মজা পেয়েছ ? আনন্দ হয়েছে ? রাতে ঘুম হয়েছে ? এ বার একটু ফেমাসও হয়ে যাও !"
অলিভিয়ার মতো সবাই যদি এভাবে সরব হতে পারে তাহলে হয়তো সাইবার ক্রাইমের মাত্রাটা কমবে, মন্তব্য কিছু সু-নেটিজেনদের । দেখে নিন অলিভিয়ার পোস্ট...