পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মধুমিতা যখন 'সীতা' - akalbodhan

এবারের এই 'মহালয়া' পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় । আর এতেই প্রথমবার কমলেশ্বরের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে মধুমিতার । অবশ্য রাজেশ শর্মার সঙ্গেও প্রথমবার কাজ করতে দেখা যাবে তাঁকে । বিষয়গুলি নিয়ে খুবই আনন্দিত অভিনেত্রী ।

asd
asd

By

Published : Sep 11, 2020, 9:18 PM IST

কলকাতা : এবছর স্টার জলসার মহালয়া উপলক্ষ্যে আসছে দেবীর অকালবোধন । সেখানে দুর্গার চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তীকে । আর রাবণের চরিত্রে অভিনয় করেছেন রাজেশ শর্মা । শ্রীরাম হয়েছেন জীতু কামাল এবং সীতা মধুমিতা সরকার ।

.

এবারের এই 'মহালয়া' পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় । আর এতেই প্রথমবার কমলেশ্বরের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে মধুমিতার । অবশ্য রাজেশ শর্মার সঙ্গেও প্রথমবার কাজ করতে দেখা যাবে তাঁকে । বিষয়গুলি নিয়ে খুবই আনন্দিত অভিনেত্রী ।

পরিচালকের সঙ্গে মধুমিতা

এ প্রসঙ্গে ETV ভারতকে মধুমিতা বলেন, "আমি এই প্রথমবার কমলেশ্বরদা ও রাজেশদার সঙ্গে কাজ করলাম । কমলেশ্বরদা একজন দারুণ পরিচালক । আর অন্যজন অসামান্য অভিনেতা । শুটিং খুব ভালো ছিল । আমার খুব টেনশনও হয়েছে, বিশেষ করে রাজেশদার মতো একজন অভিনেতা যেখানে রাবণ । টিমের প্রত্যেকে আমাকে খুব সাহায্য করেছেন । অনেক পরিশ্রম করেছি ।"

সীতার চরিত্রে মধুমিতা সরকার

লকডাউনের পর এই প্রথম শুটিং ফ্লোরে ফিরলেন মধুমিতা । বলেন, "আশা করি 17 সেপ্টেম্বর সবাই স্টার জলসাতে মহালয়া দেখবেন ।"

.

ABOUT THE AUTHOR

...view details