কলকাতা, 8 জানুয়ারি :সালটা আনুমানিক 1933 ৷ তৎকালীন বার্মা অর্থাৎ আজকের মায়ানমারে এইদিনেই জন্ম হয়েছিল অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরীর ৷ দর্শকের কাছে যিনি অধিক পরিচিত সুপ্রিয়া দেবী নামে। আর টলিউড ইন্ডাষ্ট্রির কাছে তিনি সকলের প্রিয় 'বেনু দি'। কিংবদন্তি অভিনেত্রীর অভিনয় ক্যারিশ্মা নিয়ে আলোচনা নেহাতই বাতুলতা। তিনি চলে গিয়েছেন চার বছর হল (Supriya Devi passed away on 26 January 2018) ৷ তবে সিনেপ্রেমী বাঙালির মননে তিনি থেকে যাবেন আজীবন। অভিনয় গুণে মুগ্ধ করে অর্জন করেছেন একাধিক পুরস্কার। 'পদ্মশ্রী', 'বঙ্গবিভূষণ', 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড'-এর পাশাপাশি 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন' থেকেও পেয়েছেন সম্মান।
জন্মদিনে অভিনেত্রীর আদরের নাতি শন বন্দ্যোপাধ্যায়ের মন খানিক ভার। কারণ, দিনটা ছোটবেলা থেকেই তাঁর কাছে বড্ড স্পেশাল। দিদাকে ঘিরে তাঁর অসংখ্য স্মৃতি। তিন ভাই-বোনের বড় হওয়া তো তাঁর কাছেই। কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিনে নাতি শনের সেইসব স্মৃতির দরজায় কড়া নাড়ল ইটিভি ভারত Actor Sean Banerjee recalls memories of his maternal grandmother Supriya Devi)। শন ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন নিজের হাতে আঁকা দিদার ছবি।
শনের কথায়, "মা তো বটেই, দিদার কাছে আমরা তিন ভাই-বোনও মানুষ হয়েছি । দিদাই আমাদের কাছে সব। দিদার জন্মদিন মানেই ছিল উৎসব। আমি, মা আর দিদা মিলে প্রত্যেক বছর 8 জানুয়ারি চাইনিজ খেতে বেরোতাম দুপুরবেলা। দিদার সবচেয়ে প্রিয় ছিল চাইনিজ। শহরে দিদার পছন্দের চাইনিজ রেস্তোরাঁয় গিয়ে খেতাম আমরা। খাওয়াদাওয়া সেরে চলে যেতাম প্রিন্সেপ ঘাটে। সেখানে স্কুপ থেকে আইসক্রিম খেতাম গাড়িতে বসেই। এরপর লং-ড্রাইভ সেরে বাড়ি ফিরতাম। প্রত্যেকবছর এই রুটিন বাধা ছিল আমাদের।