কলকাতা, 30 সেপ্টেম্বর: দিনকয়েক আগেই ডান হাতের কনুইয়ে সার্জারি হয়েছে অভিনেতা গৌরব রায়চৌধুরীর । তার আগে কপালে ফোঁড়ার কারণে বেশ কিছুদিন ভুগেছেন তিনি । আপাতত নিজের বাড়িতেই বিশ্রামে আছেন গৌরব । পুজোর পরেই ফিরবেন কাজে । কিন্তু এবারের পুজোয় বেশি ঘোরাফেরায় মাতবেন না বলে জানিয়েছেন এই অভিনেতা ৷
কয়েকদিন আগেই শেষ হয়েছে গৌরব অভিনীত বাংলা ধারাবাহিক 'ওগো নিরুপমা' । আবির রায়চৌধুরীকে ভুলতে সময় লাগবে টেলি দর্শকের । তবে, কেউ যদি বড়পর্দার দিকে তাকান তা হলে ফের এক দারুণ ভূমিকায় পাবেন তাঁদের প্রিয় অভিনেতাকে । মৈনাক ভৌমিক পরিচালিত 'একান্নবর্তী'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গৌরব রায়চৌধুরী । এই মুহূর্তে বাড়িতেই বিশ্রামে আছেন অভিনেতা । কারণ দিনকয়েক আগেই হাতের বোন সার্জারি হয়েছে গৌরবের । তার আগে কপালে ফোঁড়ার কারণে বেশ কিছুদিন ভুগেছেন তিনি । তাঁর হাতের সমস্যা বেশ জটিল জায়গায় পৌঁছে গিয়েছিল । তবে, সব বাধা কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা ।