পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Exclusive : থিয়েটার থেরাপি মানে ফেস রিডিং, ড্রিম অ্যানালিসিস : অভিজিৎ - Exclusive

মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য অদম্য লড়াই করে চলেছেন নদীয়ার অভিজিৎ অনুকামিন । থিয়েটার থেরাপির মাধ্যমে নেশাতুর ও মানসিক সমস্যায় জর্জরিত মানুষদের তিনি ফিরিয়ে আনছেন মূলস্রোতে । ETV ভারত সিতারার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে থিয়েটার থেরাপি নিয়ে অনেক কথা বললেন অভিজিৎ অনুকামিন ।

অভিজিৎ অনুকামিন

By

Published : Aug 10, 2019, 12:08 AM IST

কলকাতা : অভিজিৎ অনুকামিন নদীয়া জেলার বাসিন্দা । 2008 সালে কলকাতায় আসেন থিয়েটার শিখতে । প্রশিক্ষণ নেন নান্দীকার নাট্যদল থেকে । তারপর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি নিয়ে পড়াশোনা করেন । 2012 সালে শুরু করেন থিয়েটার থেরাপি । নানা সমস্যায় জর্জরিত বিভিন্ন মানুষকে বুঝিয়ে যুক্ত করেন থিয়েটারের সঙ্গে ।

তবে এই কাজ সহজ ছিল না । অনেক কঠিন পরিস্থিতির পর সফল হন অভিজিৎ । অনেক মানুষই এই থেরাপির সাহায্যে অবসাদমুক্ত, নেশামুক্ত জীবন ফিরে পান ।

এই কাজে নদীয়ায় অনেককে পাশে পেয়েছেন অভিজিৎ । 2013-তে পুণে শহরে 'পুণে পিপলস থিয়েটার' ওয়ার্কশপ করেছেন । তারপর 2014-তে একই উদ্দেশ্যে চলে আসেন কলকাতায় ।

এখানে এসে তিনি দেখেন এই থেরাপি নিয়ে কাজ করার লোক নেই । তবে তিনি থেমে যাননি । একাই শুরু করেন থিয়েটার থেরাপির কাজ । গঠিত হয় তাঁর দল মুক্তধারা ।

2016-17-এ দেবেশ চট্টোপাধ্যায়ের 'সংসৃতি' নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন অভিজিৎ ।

অভিজিতের নিজের দল 'মুক্তধারা' বেশকিছু নাটক করেছে মঞ্চে । বর্ধমানে মঞ্চস্থ হয় 'রক্তকরবী', নদীয়ায় 'আদিম', 'আলকুশি' । নভেম্বরে আসতে চলেছে 'মুক্তধারা'র নতুন নাটক 'নীলচে সময়' । অভিজিতের ইচ্ছে, পরিচিত কোনও অভিনেতাকে দিয়ে এই নাটক করাবেন ।

থিয়েটার থেরাপি কী? কলকাতায় ক'জন মানুষ এই থেরাপি সম্পর্কে ওয়াকিবহাল? কীভাবে এই থেরাপি মানুষকে সাহায্য করে? কলকাতার মানুষকে কতখানি কাছে পেয়েছেন অভিজিৎ? কেন এখনও কলকাতায় থিয়েটার থেরাপি সম্পর্কে সচেতন হল না মানুষ? ভিডিয়োয় দেখে নিন অভিজিৎ কী জানালেন থিয়েটার থেরাপি নিয়ে...

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ABOUT THE AUTHOR

...view details