কলকাতা : অভিনেতা কাঞ্চন মল্লিকের উত্থান 'জনতা এক্সপ্রেস' রিয়েলিটি শোয়ের মাধ্যমে। সেটাও বহু বছর আগের ঘটনা। তারপর অভিনেতাকে আর সেভাবে কোনও রিয়েলিটি শো করতে দেখা যায়নি। ফের একবার দর্শক কাঞ্চনের কমেডি ম্যাজিক পেতে চলেছেন বাংলা টেলিভিশনের পরদায়। কারণ আগামী 22 জুলাই সোমবার থেকে শনিবার এক বেসরকারি চ্যানেলে আসতে চলেছে তাঁর নতুন শো 'অদল বদল'।
জনতা এক্সপ্রেস-এর পর ফের টেলিভিশনে কাঞ্চন! - Odol Bodol
ফের টেলিভিশনে ফিরছেন কাঞ্চন মল্লিক। 'জনতা এক্সপ্রেস'-এর পর এবার তাঁর নুতন শো 'অদল বদল'।
নতুন এই শোয়ের কনসেপ্ট একেবারেই আলাদা। সাধারণ মানুষের ঘরে এমন অনেক জিনিস থাকে যেগুলো সে পরিবর্তন করতে চায়। কাঞ্চন যাবে সেই সমস্ত মানুষের বাড়ি আর তাঁদের জিজ্ঞাসা করবে তিনটে প্রশ্ন। তিনটের মধ্য দু'টো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে কথা মতো পুরোনো জিনিসের বদলে আসবে নতুন জিনিস। আবার অন্যদিকে যদি তিনটের মধ্যে দু'টো প্রশ্নের ভুল উত্তর আসে তাহলে পুরোনো জিনিসটাই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে।
তুলে নিয়ে যাওয়া পুরোনো জিনিসটি সমাজকল্যানমূলক কাজে ব্যবহার করা হবে। এরকম কনসেপ্টের কোনও রিয়েলিটি শো আগে দেখা যায়নি টেলিভিশনে। নতুন এই শো নিয়ে ETV ভারত সিতারার মুখোমুখি হলেন কাঞ্চন।