পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কলকাতায় আয়োজিত ন্যাশনাল থিয়েটার সেমিনারে নাট্যপ্রেমীদের ভিড় - play to production

শহরের নাট্যপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে চতুর্থ জাতীয় থিয়েটার সেমিনার । 11 তারিখে শুরু এই সেমিনারে প্রতিদিনই উপচে পড়েছে নাট্যপ্রেমীদের ভিড় ।

ন্যাশনাল থিয়েটার সেমিনার

By

Published : Sep 15, 2019, 3:18 PM IST

Updated : Sep 16, 2019, 10:03 AM IST

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতায় চলছে চতুর্থ জাতীয় থিয়েটার সেমিনার (৪th National Theatre Seminar) । শহরের নাট্যপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে । 11 সেপ্টেম্বর শুরু হওয়া সেমিনারটির আজ শেষ দিন । গত চারদিনই নাট্যপ্রেমীদের ভিড় উপচে পড়েছে কলকাতার মিনার্ভা থিয়েটারে ।

সেমিনারে আলোচনার বিষয় 'প্লে টু প্রোডাকশন' (Play to Production) । এই বিষয়ে মতামত রাখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন নাট্যব্যক্তিত্ব । বক্তব্য রেখেছেন মাকারন্দ দেশপান্ডে, কৌশিক চট্টোপাধ্যায়, অমল আল্লানা, দেবাশিস মজুমদার, নিপুণ ধর্মাধিকারী, সোহাগ সেন, শেখর সমাদ্দার, তীর্থঙ্কর চন্দ । আজ শেষদিন উপস্থিত থাকবেন অমল পালেকর ও রবিন দাস । রাত 8 টায় সেমিনারের ক্লোজ়িং সেরেমনি মিনার্ভাতেই পালন করা হবে ।

সেমিনারের কিছু মুহূর্ত

এই ফেস্টিভাল শুরু হয় 11 সেপ্টেম্বর বিকেল চারটের সময় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, সাধন পান্ডে, ইন্দ্রনীল সেন, পার্থ ভৌমিক, অতীন ঘোষ, অর্পিতা ঘোষ, অশোক মুখোপাধ্যায়, মাকারন্দ দেশপান্ডে ও অমল আল্লানা । শিশির ভাদুড়ীর উপর লেখা বই 'শিশিরকথা' প্রকাশিত হয় সেমিনারে ।

মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রে আয়োজিত এই সর্বভারতীয় নাট্য আলোচনাচক্রের জন্য আগাম শুভেচ্ছা এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও । সেমিনার সম্পর্কে বিস্তারিত জানালেন মিনার্ভা সেমিনারের নিয়োজিত কার্যকরী সমিতির সদস্য অণীশ ঘোষ । ভিডিয়োয় শুনে নিন তাঁর বক্তব্য...

ভিডিয়োয় শুনুন অনীশ ঘোষের বক্তব্য
Last Updated : Sep 16, 2019, 10:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details