কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতায় চলছে চতুর্থ জাতীয় থিয়েটার সেমিনার (৪th National Theatre Seminar) । শহরের নাট্যপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে । 11 সেপ্টেম্বর শুরু হওয়া সেমিনারটির আজ শেষ দিন । গত চারদিনই নাট্যপ্রেমীদের ভিড় উপচে পড়েছে কলকাতার মিনার্ভা থিয়েটারে ।
সেমিনারে আলোচনার বিষয় 'প্লে টু প্রোডাকশন' (Play to Production) । এই বিষয়ে মতামত রাখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন নাট্যব্যক্তিত্ব । বক্তব্য রেখেছেন মাকারন্দ দেশপান্ডে, কৌশিক চট্টোপাধ্যায়, অমল আল্লানা, দেবাশিস মজুমদার, নিপুণ ধর্মাধিকারী, সোহাগ সেন, শেখর সমাদ্দার, তীর্থঙ্কর চন্দ । আজ শেষদিন উপস্থিত থাকবেন অমল পালেকর ও রবিন দাস । রাত 8 টায় সেমিনারের ক্লোজ়িং সেরেমনি মিনার্ভাতেই পালন করা হবে ।