পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

200 কোটি ছাড়াল হৃতিক-টাইগারের 'ওয়ার' - টাইগার শ্রফ

বক্স অফিসে সাড়া ফেলেছে হৃতিক রোশন ও টাইগার শ্রফের 'ওয়ার' ৷ ইতিমধ্যে 200 কোটি টাকার গণ্ডি পেরিয়েছে অ্যাকশন-থ্রিলার এই ছবি ৷ মুক্তির সাতদিনের মধ্যে 'ওয়ার' ব্যবসা করেছে 208.05 কোটি টাকা ৷ ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ টুইট করে এই তথ্য জানিয়েছেন ৷

ওয়ার

By

Published : Oct 10, 2019, 12:13 PM IST

Updated : Oct 10, 2019, 12:48 PM IST

মুম্বই : 2 অক্টোবর মুক্তি পেয়েছে 'ওয়ার' ৷ তরণ আদর্শ জানিয়েছেন, প্রথম দিনে 51.60 কোটি টাকা আয় করেছে ৷ দ্বিতীয়দিনে 23.10 কোটি, তৃতীয়দিনে 21.30 কোটি, চতুর্থদিনে 27.60 কোটি, পঞ্চমদিনে 36.10 কোটি, ষষ্ঠদিনে 20.60 কোটি এবং সপ্তমদিনে 27.75 কোটি টাকা আয় করেছে যশরাজ ব্যানারের এই ছবি ৷

আর 200 কোটি টাকার গণ্ডি ছাড়ানোর পর চলতি বছরে আয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে 'ওয়ার '৷ পিছনে ফেলে দিয়েছে সলমান খানের 'ভারত'-কে ৷ চলতি বছরে 'কবীর সিং', 'ভারত' 'উরি : দা সার্জিকাল স্ট্রাইক' 'মিশন মঙ্গল'-র পর 'ওয়ার' 200 কোটির গণ্ডি ছাড়াল ৷

Last Updated : Oct 10, 2019, 12:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details