পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নগ্ন ভিডিয়ো ভাইরাল হওয়ায় বিনোদন দুনিয়া ছাড়লেন পাক গায়িকা - Narendra Modi latest news

কয়েকদিন আগে পাক গায়িকা রবি পিরজ়াদার নগ্ন ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সেই কারণে বিনোদন দুনিয়া ছাড়লেন অভিনেত্রী।

Pak Singer Rabi Pirzada quits Showbiz

By

Published : Nov 5, 2019, 2:41 PM IST

পাকিস্তান : পাক গায়িকা রবি পিরজ়াদার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় বয়ে যায় সোশাল মিডিয়া। রীতিমতো ট্রোল করা হয় তাঁকে। কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিয়ো সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে খুবই প্রভাবিত হয়ে গেছেন গায়িকা। আর তাই বিনোদন দুনিয়া ছাড়লেন তিনি।

গতকাল টুইটারে একটি পোস্টের মাধ্যমে রবি জানান যে, তিনি বিনোদন দুনিয়া ছাড়ছেন। তিনি লিখেছেন, "আমি রবি পিরজ়াদা, বিনোদন দুনিয়া ছাড়ছি। আশা করব আল্লাহ আমার অপরাধ ক্ষমা করে দেবেন এবং আমার সপক্ষে সবার মনোভাবকে নরম করবেন।"

এর আগে রবি নরেন্দ্র মোদিকে মৃত্যুর হুমকি দিয়ে হেডলাইন তৈরি করেছিলেন। একটা সাপকে হাতে ধরে ভিডিয়ো আপলোড করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমার উপহার। আমার বন্ধুরা আপনাকে নিয়ে ফিস্ট করবে।" কিন্তু, এই ভিডিয়ো তৈরির অপরাধে বন্যপশু বিভাগকে একটা মোটা টাকা ফাইন দিতে হয় রবিকে।

শোনা যাচ্ছে যারা রবির নগ্ন ভিডিয়ো আপলোড করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গায়িকা।

ABOUT THE AUTHOR

...view details