পাকিস্তান : পাক গায়িকা রবি পিরজ়াদার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় বয়ে যায় সোশাল মিডিয়া। রীতিমতো ট্রোল করা হয় তাঁকে। কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিয়ো সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে খুবই প্রভাবিত হয়ে গেছেন গায়িকা। আর তাই বিনোদন দুনিয়া ছাড়লেন তিনি।
গতকাল টুইটারে একটি পোস্টের মাধ্যমে রবি জানান যে, তিনি বিনোদন দুনিয়া ছাড়ছেন। তিনি লিখেছেন, "আমি রবি পিরজ়াদা, বিনোদন দুনিয়া ছাড়ছি। আশা করব আল্লাহ আমার অপরাধ ক্ষমা করে দেবেন এবং আমার সপক্ষে সবার মনোভাবকে নরম করবেন।"