পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আবার কি মা হচ্ছেন করিনা কাপুর খান ?

খুদে তইমুরের বয়স সবেমাত্র দু'বছর। বাবা-মায়ের আদরের ছোট্ট টিম। তবে শুধু করিনা বা সইফ নয়, পাপারাৎজ়িদেরও চোখের মণি এই খুদে। কিন্তু, প্রশ্ন হল, টিমের আদরে ভাগ বসাতে আরও একজন আসছে কি ? করিনা কি আবার মা হতে চলেছেন ?

kareena kapoor khan

By

Published : Feb 27, 2019, 6:34 PM IST

সম্প্রতি করিনা কাপুর খানের বেশ কিছু ছবি সামনে এসেছে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর বেবি বাম্প। তাইতো, করিনার মা হওয়ার সম্ভাবনা একবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অবশ্য় সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা আগে জানিয়েছিলেন, আরও একটি সন্তানের পরিকল্পনা করছেন সইফ ও করিনা। তবে কি সত্য়িই 'গুড নিউজ়' দিচ্ছেন বেবো ?

হ্য়াঁ, করিনা মা হতে চলেছেন ঠিকই। তবে সেটা ছবির স্বার্থে। অক্ষয় কুমার ও করিনা কাপুর খানের নতুন ছবি 'গুড নিউজ়'। আর এই ছবিতেই একজন প্রেগনেন্ট মহিলার চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই কারণেই করিনার এই নতুন গেট আপ। ২০০৯ সালে 'কমবখত ইশক' ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন করিনা ও অক্ষয়। তারপরে ১০ বছর বাদে 'গুড নিউজ়'-এ আবার একসঙ্গে কাজ করবেন তাঁরা।

ছবিটি পরিচালনা করছেন রাজ মেহতা। করিনা ও অক্ষয় ছাড়াও দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদবানিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে 'গুড নিউজ়'।

ABOUT THE AUTHOR

...view details