বয়ঃসন্ধি মানেই নানারকম রহস্যের হাতছানি। আর সেই রহস্য উন্মোচনের এক অদ্ভুত বাসনা। বিপরীত লিঙ্গের প্রতি তৈরি হয় আগ্রহ। কিন্তু, ভারতীয় সমাজে এখনও সবকিছু রেখে ঢেকে চালিয়ে যাওয়ার ধুম। বয়ঃসন্ধির নিষ্পাপ আগ্রহকে তুলে ধরা হয় পাপ হিসেবে। আর যাঁরা একে পাপ বলেন, তাঁরা যে কতটা ভুল, সেই বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ছবিতে। পরিচালক কৌশিক কর তাঁর একসময় লেখা এবং মঞ্চস্থ নাটককে পরদায় অতি অল্প বাজেটে তুলে ধরেছেন।
পর্ণমোচীর গল্পের কেন্দ্রে ১৩-১৪ বছরের কিশোর অনল। একসময় তাঁর নীল ছবির প্রতি তুমুল আগ্রহ তৈরি হয়। সেটা নেশার পর্যায়ে পৌঁছয়। বাবার সঙ্গে তাঁর সম্পর্ক এই ছবির USP। বাবার মৃত্যুর পর সে জীবনের চূড়ান্ত সত্যের মুখোমুখি হয়। সবটাই কৌতূহলের বশবর্তী হয়ে। কী সেই সত্য, তা জানতে আপনাকে হলে গিয়ে ছবিটি দেখতে হবে। অনলের চরিত্রে দুরন্ত অভিনয় করেছেন ঋতব্রত। এই নিয়ে অনেকগুলো ছবিতে অভিনয় করলেন নতুন প্রজন্মের এই অভিনেতা। ভিন্ন চরিত্রে অভিনয় দক্ষতা দেখে তাঁর সম্ভাবনা নিয়ে অনেকেই আশাবাদী। অনলের বাবার চরিত্রে দেখা যায় অনিন্দ পুলক বন্দ্যোপাধ্যায়কে। একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে। শান্ত, বুদ্ধিদীপ্ত বাবার চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের অনেকদিন মনে থেকে যাবে।
এই ছবিতে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়ও। তিনি রিয়েল লাইফে ঋতব্রতর বাবা। যদিও ছবিতে বাবা-ছেলেকে সেইভাবে একসঙ্গে দেখা যায় না। একটাই সিনে তাঁরা স্ক্রিন শেয়ার করেছেন। ব্যাস, ওইটুকুই। কিন্তু, মুখোমুখি কোনও সংলাপ রাখেননি পরিচালক। শান্তিলালের চরিত্রটি একটি পুলিশ অফিসারের। যিনি ধর্ষকদের থার্ড ডিগ্রি দিলেও, বাড়িতে তাঁর স্ত্রীর প্রতি একই আচরণ করেন। এখানে পরিচালক ঘরে ও বাইরে এক প্রাপ্তবয়স্কের মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছেন। এমন এক মুখোশ, যা অনেক পরিবারের অন্দরের গল্প। বলা যেতে পারে, হিপোক্রেসির গালে সপাটে থাপ্পড় কষিয়েছেন পরিচালক।