লন্ডন, 25 অক্টোবর : করোনা আক্রান্ত হলেন ব্রিটিশ সঙ্গীত শিল্পী এড শিরান ৷ বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন ৷ স্থানীয় সময় রবিবার ইনস্টাগ্রামে তারকা সঙ্গীত শিল্পী নিজেই এই খবর জানান ৷ পাশাপাশি, তাঁর অনুরাগী এবং শো’র চুক্তিকারীদের থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন ‘শেপ অফ ইউ’ খ্যাত তারকা শিল্পী ৷ তবে, যতটা সম্ভব তিনি বাড়ি থেকে অনলাইনে তাঁর সাক্ষাৎকার এবং গানের পারফরমেন্স করবেন বলে জানিয়েছেন শিরান ৷
এড শিরান তাঁর পোস্টে লেখেন, ‘‘হ্যালো বন্ধুরা ৷ দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি, আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ৷ তাই আমি এখন সেলফ আইসোলেশনে রয়েছি সরকারি নির্দেশিকা মেনে ৷ অর্থাৎ, আমি আগামী দিনে কোনও ব্যক্তিকে দেওয়া কথাই রাখতে পারব না ৷ তাই যতটা সম্ভব আমি পরিকল্পিত সাক্ষাৎকার এবং পারফরমেন্স আমার বাড়ি থেকে করব ৷ কাউকে হতাশ করে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ সবাই নিরাপদে থাকবেন ৷’’