লস অ্যাঞ্জেলেস, 15 মার্চ: কৃষক আন্দোলনের ঢেউ এ বার আছড়ে পড়ল গ্র্যামির আসরে ৷ লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডস 2021-এর রেড কার্পেটে মুখে বিশেষ মাস্ক পরে বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় ইউটিউবার লিলি সিং ৷ তাঁর মাস্কে লেখা ছিল, "আই স্ট্যান্ড ফর ফার্মার্স ৷" অর্থাত্ আমি কৃষকদের পাশে আছি ৷
রেড কার্পেটের জন্য কালো একটি আউটফিটে সেজেছিলেন লিলি ৷ সঙ্গে ছিল কালো ব্লেজ়ার ৷ অ্যাক্সেসরিজ়ে ছিল অনেকগুলি চেনের নেকপিস ৷ নিজের সেই মাস্ক পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন লিলি ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আমি জানি, রেড কার্পেট/অ্যাওয়ার্ড শো-এর ছবি সবচেয়ে বেশি কভারেজ পায় ৷ কাজেই আসুন সংবাদমাধ্যম ৷ নিশ্চিন্তে এর পেছনে ছুটুন ৷" ছবিটির সঙ্গে "#IstandWithFarmers" ও "#GRAMMYs" হ্যাশট্যাগও ব্যবহার করেছেন লিলি ৷
সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করার ঘণ্টাখানেকের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায় ৷