নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি : আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সিনেমাপ্রেমীরা ৷ ধরেই নিয়েছিলেন অস্কার পুরস্কারের মনোনয়ন পাবে দক্ষিণী পরিচালক জ্ঞানভেলের ছবি 'জয় ভীম' ৷ কিন্তু শেষ পর্যন্ত সেরা ছবির মনোনয়নের দৌড় থেকে ছিটকে গিয়েছে এই ছবি ৷ সেরা ছবির মনোনয়ন তালিকায় হতাশ হতে হলেও আশার আলোও রয়েছে ৷ কারণ সেরা তথ্যচিত্রের লড়াইয়ে মনোনয়ন পেয়েছে ভারতীয় তথ্যচিত্র 'রাইটিং উইথ ফায়ার' (Documentary Feature Writing With Fire nominated for the Oscars) ৷ 94তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য এবার লড়াই করবে রিণ্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত পরিচালিত 'রাইটিং উইথ ফায়ার' ৷ ছবির জগতে এই তথ্যচিত্রের হাত ধরেই অভিষেক ঘটেছে এই দুই পরিচালকের ৷
'রাইটিং উইথ ফায়ার' তুলে ধরে ভারতের একমাত্র দলিত মহিলাদের দ্বারা পরিচালিত সংবাদপত্র 'খবর ল্য়াহেরিয়া'-র কাহিনি ৷ পরিচালক সুস্মিত সংবাদমাধ্যমকে বলেন,"আমরা সত্যিই যার পর নাই খুশি, এটা আমাদের ভারতীয় সিনেমার জন্য একটি বিশাল বড় ঘটনা ৷ এই ছবিটি নির্ভীক দলিত মহিলা সাংবাদিকদের নিয়ে যাঁরা ক্ষমতার অর্থ কী তা পুনরায় সংজ্ঞায়িত করছেন, মূলত এটি আধুনিক ভারতীয় মহিলার গল্প ৷" একইভাবে নিজের খুশি প্রকাশ করেছেন পরিচালক রিণ্টু থমাসও ৷ নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি একটি ভিডিয়োও শেয়ার করেছেন যেখানে দেখা যায়, 'রাইটিং উইথ ফায়ার' মনোনয়ন পাওয়ার পর সুস্মিত এবং তাঁর পরিবারের সঙ্গে কীভাবে আনন্দ উদযাপন করছেন তাঁরা ৷