পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিং শেষ 'পাসওয়ার্ড'-র, ছবি শেয়ার করলেন দেব - social media

সোশাল মিডিয়ার খারাপ দিকগুলো দেখাতে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় 'পাসওয়ার্ড' ছবিটি বানাচ্ছেন । সম্প্রতি শেষ হল তার শুটিং । ছবিতে রুক্মিনী, পরমব্রত ও দেবকে দেখা যাবে মুখ্য চরিত্রে ।

টিম পাসওয়ার্ড

By

Published : Jul 30, 2019, 7:48 PM IST

কলকাতা : কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'পাসওয়ার্ড'-র শুটিং শেষ হল । একগুচ্ছ বাংলা ছবির সঙ্গে এই ছবিটিও পুজোতে মুক্তি পাবে । ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন দেব নিজেই ।

কয়েক মাস আগে সাংবাদিক বৈঠকে 'পাসওয়ার্ড'-র কথা জানিয়েছিলেন দেব । সুদূর ব্যাংককে শুটিং শেষ করল টিম 'পাসওয়ার্ড' । সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেই কথাই জানালেন দেব । ক্যাপশনে লিখলেন, "শেষ দিনের শুট... পাসওয়ার্ড ইন দা মেকিং ।"

সোশাল মিডিয়ার কিছু খারাপ দিককে তুলে ধরা হয়েছে ছবিতে । কীভাবে সেখানে মানুষ সম্পর্কে বিভিন্ন তথ্য ও তাদের গোপনীয়তাকে ফাঁস করা হয়, তা দেখানো হবে ছবিতে । 'পাসওয়ার্ড' এই সময়ের জন্য প্রাসঙ্গিক বলেই মনে করেন পরিাচলক কমলেশ্বর মুখোপাধ্যায় । একই মত দেবেরও ।

ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম,আদৃত রায় ও দেব । শুটিং শেষে নস্ট্যালজিক টিম 'পাসওয়ার্ড' ।

ABOUT THE AUTHOR

...view details