কলকাতা : সম্পর্ক পরিচালক শিলাদিত্য মৌলিকের প্রিয় বিষয় । এর আগে 'সোয়েটার' ছবির পরিচালনা করেছেন তিনি । বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছিল ছবিটি । তাঁর দ্বিতীয় ছবি 'হৃৎপিণ্ড'। ছবির প্রথমার্ধের শুটিং হয়েছে কলকাতায় । আর বাকিটা অরুণাচল প্রদেশে । সম্প্রতি অরুণাচল প্রদেশ থেকে ছবির শুটিং সেরে কলকাতায় ফিরেছেন কলাকুশলীরা । কাজের পাশাপাশি শুটিংয়ের ফাঁকে জমিয়ে মজাও করেছেন তাঁরা ।
শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে শিলাদিত্য বলেন, "শুটিংয়ের অভিজ্ঞতা এককথায় দারুণ । প্রচুর আউটডোর হয়েছে । বাজেট যদিও একই ধরনের ছিল, কিন্তু অন্যরকমভাবে শুটিং হয়েছে । অর্পিতাদি, সাহেব এবং প্রান্তিক তিনজনই নিজেদের কমফোর্ট জ়োন থেকে বেরিয়ে অভিনয় করেছে ।"
ছবিতে দুটো প্রেম দেখানো হয়েছে । একই সঙ্গে দুটো লুকে দেখা গেছে অর্পিতা চ্যাটার্জিকে । এ বিষয়ে শিলাদিত্য বলেন, "গল্পে অর্পিতাদির চরিত্রটির অ্যাক্সিডেন্ট হয় । তারপর হাসপাতাল থেকেই চুল ওভাবে কেটে দেওয়া হয় । তাঁর অ্যাক্সিডেন্টের পর থেকে শুরু হয় আরও একটা গল্প ।"
এই ছবিতে হৃৎপিণ্ডকে যন্ত্র হিসেবে দেখানো হয়েছে । অনুভূতি একেবারেই ভিন্ন একটি বস্তু । ছবির প্রধান চরিত্র আর্যা (অর্পিতা চট্টোপাধ্যায়), সোমক (সাহেব চট্টোপাধ্যায়) এবং ঋক (প্রান্তিক বন্দ্যোপাধ্যায়)। আর্যা একটি সায়েন্স কলেজের অধ্যাপিকা । তার স্বামী সোমক এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে । সোমকের সঙ্গে আর্যার দাম্পত্য ভালোই কাটছিল । কিন্তু, আর্যার জীবনে হঠাৎই ঘটে যায় একটা দুর্ঘটনা । সে ফিরে যায় কৈশোরে । তখন ঋকের সঙ্গে তার সম্পর্ক ছিল । স্মৃতিশক্তি হারানো আর্যার হৃদয় কি তাকে নিয়ে যাবে তার প্রকৃত ভালোবাসার দিকে ? এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে 2020 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ।