পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আগে জন্মালে সৌমিত্র জেঠুর সঙ্গে রোম্যান্স করার সুযোগ পেতাম" - sreelekha new post

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে 'জিজীবিষা'-তে কাজ করেছিলেন শ্রীলেখা । সম্প্রতি সোশাল মিডিয়ায় সেই ছবির একটি দৃশ্য পোস্ট করেন তিনি । আর তার মাধ্যমেই পুরোনো স্মৃতিকে একবার তাজা করে নেন অভিনেত্রী ।

asd
asd

By

Published : Dec 15, 2020, 11:01 PM IST

Updated : Dec 16, 2020, 7:02 AM IST

কলকাতা : 15 নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায় । এরপর কেটে গিয়েছে একটা মাস । কিন্তু, আজও তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি একাধিক তারকা । বাদ যাননি শ্রীলেখা মিত্রও । আর সেই কারণেই আরও একবার শোকপ্রকাশ করলেন তিনি ।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে 'জিজীবিষা'-তে কাজ করেছিলেন শ্রীলেখা । সম্প্রতি সোশাল মিডিয়ায় সেই ছবির একটি দৃশ্য পোস্ট করেন তিনি । আর তার মাধ্যমেই পুরোনো স্মৃতিকে একবার তাজা করে নেন অভিনেত্রী ।

শ্রীলেখার পোস্ট

ছবির ক্যাপশনে শ্রীলেখা লেখেন, "ছবি সামনে আসতেই ভিড় জমালো পুরোনো স্মৃতি । শুটিংয়ের ফাঁকে রাজনীতি থেকে অভিনয় সব বিষয় নিয়েই আমাদের আড্ডা হত । যদি ওই সময় জন্মাতে পারতাম তাহলে সৌমিত্র জেঠুর সঙ্গে রিল ও রিয়েল লাইফ দুটোতেই রোম্যান্স করতাম ।"

সোশাল মিডিয়ায় এই মুহূর্তে বেশ সক্রিয় হয়ে উঠেছেন শ্রীলেখা । নিজের মনের কথা মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাঁকে । কয়েকদিন আগে ঘুম জড়ানো চেখে সেলফি তুলে তা পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায় । আর সেখানে লিখেছিলেন "এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না...সবই কপাল ।"

এরপর নিজের নতুন হেয়ারকাট করার ছবিও পোস্ট করতে দেখা গিয়েছিল তাঁকে ।

Last Updated : Dec 16, 2020, 7:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details