কলকাতা : উইন্ডোজ় প্রোডাকশন হাউজ় মানেই একের পর এক তাক লাগানো ছবি । আর প্রতি ছবিতেই নারীশক্তির জয়জয়কার । নারীদের কেবলমাত্র প্রপস হিসেবে ব্যবহার না করে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় এই প্রযোজনা সংস্থার সমস্ত ছবিতে ।
আমারা দৈনন্দিন জীবনে যে মানুষগুলোকে অবহেলা করি, যে সম্পর্কগুলোকে সেলিব্রেট করতে ভুলে যাই, উইন্ডোজ়-এর প্রত্যেকটা ছবিতে যেন প্রাণ পায় সেই পুরোনো সবকিছু । মা, দিদি, বান্ধবী, স্ত্রী, বোন, প্রেমিকা রূপে যেন আমাদের চেনা নারীরাই ফিরে ফিরে আসে সেখানে ।