পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Will Smith slaps Chris Rock : অস্কারের মঞ্চে উঠে ক্রিস রককে কষিয়ে চড় উইল স্মিথের, ভিডিয়ো ভাইরাল - Will Smith slaps Chris Rock at Oscars 2022 Video goes viral

স্ত্রীর হেয়ারকাট নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস রক (Oscar Awards 2022) ৷ তা মেনে নিতে না পেরে অস্কারের মঞ্চে উঠে তাঁকে চড় কষালেন উইল স্মিথ (Will Smith slaps Chris Rock) ৷

Oscars 2022 News
অস্কারের মঞ্চে উঠে ক্রিস রককে কষিয়ে চড় উইল স্মিথের, ভিডিয়ো ভাইরাল

By

Published : Mar 28, 2022, 10:34 AM IST

লস অ্যাঞ্জেলেস, 28 মার্চ :অস্কারের (Oscars 2022) মঞ্চে তাজ্জব করা ঘটনা ! মঞ্চে উঠে কৌতুকশিল্পী ক্রিস রককে কষিয়ে এক চড় মারলেন হলিউড স্টার উইল স্মিথ (Will Smith slaps Chris Rock)৷ আচমকা এই ঘটনায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান দর্শকরা ৷

ঠিক কী হয়েছে ?

সেরা ডকুমেন্টারি বিভাগে অস্কার (Academy Awards 2022) প্রদানের জন্য মঞ্চে উঠেছিলেন ক্রিস রক ৷ পুরস্কার (Oscar Awards 2022) দেওয়ার আগে দর্শকদের নিয়ে কিছু রসিকতা শুরু করেন ক্রিস ৷ তখনই তিনি রসিকতা করেন উইল স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেট স্মিথকে নিয়ে ৷ তাঁর ছোট করে কাটা চুলের সঙ্গে 'জি. আই. জেন'-এ ডেমি মুরের অ্যাপিয়ারেন্সের তুলনা করেন ক্রিস ৷ উইল স্মিথের স্ত্রী সেই ছবির সিক্য়ুয়েল করতে পারেন বলে রসিকতা করেন তিনি ৷

আরও পড়ুন:Oscars 2022: আজ বসছে অস্কারের আসর, কারা পেল মনোনয়ন ? কারা প্রেজেন্টার ?

ক্রিসের এই রসিকতা ভাল ভাবে নেননি অনেকেই ৷ কিছুটা নীরবতা তৈরি হয় ডলবি থিয়েটারে ৷ তাঁর স্ত্রীর চুল নিয়ে রসিকতা মেনে নিতে না পেরে সোজা মঞ্চে উঠে গিয়ে ক্রিসকে কষিয়ে এক চড় মারেন উইল স্মিথ ৷ তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, "তোমার f*****g মুখে আমার স্ত্রীর নাম নেবে না ৷" তাঁর স্ত্রীকে নিয়ে রসিকতার অংশটুকুর অডিয়ো আমেরিকার টিভি সম্প্রচার থেকে মুছে দেওয়ার জন্য প্রযোজকদের কাছে দাবি জানান উইল স্মিথ ৷ এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান উপস্থিত দর্শকরা ৷

এরপর শন ডিডি কম্বস পরের বিভাগের পুরস্কার দিতে মঞ্চে উঠে বলেন, "উইল ও ক্রিস, আমরা গোল পার্টিতে পরিবার হিসেবে এই সমস্যার সমাধান করে নেব ৷ এখন আমরা ভালোবাসার দিকে এগিয়ে চলি ৷"

আরও পড়ুন:Priyanka to Host Pre Oscar: প্রি-অস্কার ইভেন্টের সঞ্চালনা করবেন পিগি চপস

উইল স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেট অ্যালোপেশিয়ার সমস্যায় ভুগেছেন ৷ 2018 সালে তাঁর চিকিৎসার কথাও জানিয়েছিলেন এই হলিউড অভিনেত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details