ওয়াশিংটন, 29 মার্চ :তাঁর স্ত্রীকে নিয়ে রসিকতার জন্য অস্কারের মঞ্চেই ক্রিস রককে চড় মেরে বসেছিলেন সেরা অভিনেতার পুরস্কার বিজয়ী কিংবদন্তী উইল স্মিথ ৷ তবে এবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিয়ে নিলেন এই অভিনেতা (Will Smith Apologizes to Chris Rock) ৷ তিনি স্পষ্টতই জানালেন এই ঘটনায় তিনি মর্মাহত এবং এটি যে শোভনতার সীমা অতিক্রম করেছে তাও জানালেন তিনি ৷
সোমবারই নিজের ইনস্টাগ্রাম থেকে তিনি লেখেন, "আমি সকলের সামনে তোমার কাছে ক্ষমা চাইছি ক্রিস ৷ আমি সীমা লঙ্ঘন করেছি এবং আমি ভুল ছিলাম ৷ আমি মর্মাহত এবং আমার কাজ সেই মানুষটার মত ছিল না যা আমি হতে চাই ৷ ভালবাসা এবং সহৃদয় এই পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই ৷ "