হায়দরাবাদ : মারাদোনার মৃত্যুতে বিশ্ব ফুটবলের এক অধ্যায় শেষ হল । ফুটবলপ্রেমী অনেকেই এই খবর মেনে নিতে পারছেন না । তবে অনেকের আবার এই পুরো বিষয়টা নিয়ে একটা ভুল বোঝাবুঝির মধ্যে রয়েছেন । মারাদোনার বদলে তারা ম্যাডোনার আত্মার শান্তি কামনা করছেন ।
ফলে মারাদোনা মারা গেলেও সোশাল মিডিয়ায় ট্রেন্ড করছেন বিখ্যাত পপ তারকা ম্যাডোনা । নামের মিল থাকায় অনেকেই ধরে নিচ্ছেন যে ম্যাডোনা প্রয়াত । আর সোশাল মিডিয়া তো গড্ডালিকা প্রবাহ । ফ্যাক্ট চেক না করে সবাই ম্যাডোনাকে নিয়ে শোকপ্রকাশ করতে শুরু করেছেন টুইটারে ।