মুম্বই, 21 জুলাই: শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) 23 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল মুম্বই ম্যাজিস্ট্রেট আদালত ৷ পর্ন ফিল্ম (Porn Film) তৈরি ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ (Mumbai Police) ৷ তবে তাঁকে গ্রেফতার করতে কেন 3 মাস দেরি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷
গত এপ্রিল মাসে রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল ৷ কিন্তু তাঁকে গ্রেফতার করা হয় জুলাইয়ের শেষে ৷ গ্রেফতারিতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার মিলিন্দ ভারাম্বের সাফাই, একটা মামলা মজবুতভাবে তুলে ধরতে হলে বিভিন্ন ইলেকট্রনিক সাক্ষ্য-প্রমাণ পরীক্ষা করে দেখতে হয় ৷ অর্থ লেনদেন, অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা, কনটেন্ট সব দিক যাচাই করে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগে পুলিশের ৷
আরও পড়ুন:পর্নোগ্রাফি বানানোর অভিযোগে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার শিল্পা শেঠির স্বামী
ভারাম্বে আরও জানিয়েছেন যে, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেনের তথ্য পুলিশের হাতে এসেছে ৷ পর্ন ফিল্ম চক্রের যাঁরা শিকার হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে মাত্র কয়েক হাজার টাকা ঢুকতে দেখা গিয়েছে ৷ তদন্তে দেখা গিয়েছে যে, কেনরিনের জন্য হটশটস অ্যাপটি তৈরি করে দিয়েছে আর্মস্প্রাইম নামে একটি কোম্পানি ৷ কনটেন্ট তৈরির দায়িত্ব নিয়ে কেনরিনের সঙ্গে চুক্তি করে কুন্দ্রার ভিহান ইন্ডাস্ট্রিজ ৷ সে জন্য কুন্দ্রার কোম্পানির অ্যাকাউন্টে টাকা দেওয়া হত বলে জানতে পেরেছে পুলিশ ৷
আরও পড়ুন:রাজনীতিকরা পর্ন দেখেন, পর্ন স্টাররা অভিনেত্রী হন ; পুরনো টুইটে ট্রোলড রাজ কুন্দ্রা
এই অ্যাপ ব্যবহারের জন্য সাবস্ক্রিপশনের টাকা যেত কেনরিনের অ্যাকাউন্টে ৷ মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এই মামলা হাতে নেওয়ার আগে মহারাষ্ট্র সাইবার ক্রাইমে এই চক্রের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় ৷ দু জন মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে মালওয়ানি থানার পুলিশ ৷ লোনাভলা থানাতেও অভিযোগ জানান এক মহিলা ৷
ফ্রেব্রুয়ারি মাসে বিভিন্ন জায়গা থেকে একই রকমের অভিযোগ পেয়ে তদন্তে নামে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ৷ মালওয়ানি পুলিশ ও পরে ক্রাইম ব্রাঞ্চ সিআইডি-র তদন্ত এগোতে থাকে ৷ এই মামলায় এখনও পর্যন্ত রাজ কুন্দ্রা-সহ 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷