পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 10, 2022, 6:24 PM IST

ETV Bharat / sitara

Bhagwant Singh Mann Punjab Election : একসময় বিচারক সিধুকে হাসাতে কসরৎ করতেন ভগবন্ত, আজ শেষ হাসি হাসলেন তিনিই

জনপ্রিয় কমিডিয়ানকেই এবার মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বেছে নিয়েছিলেন অরবিন্দ ৷ তাঁর মুখে আজ হাসি ফোটালেন ভগবন্ত সিং মান (Bhagwant Singh Mann From a Comedian To CM)৷

Bhagwant Singh Mann
একসময় বিচারক সিধুকে হাসাতে কসরৎ করতেন ভগবন্ত, আজ শেষ হাসি হাসলেন তিনিই

হায়দরাবাদ, 10 মার্চ : পাঁচ রাজ্য়ের নির্বাচনী যুদ্ধে আলাদা করে অনেকেরই নজর ছিল পঞ্জাবের দিকে ৷ বিশেষত ক্রমাগত ওঠা নামার পর কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে, নাকি গতবার বিফল মনোরথ হওয়ার পর এবার অবশেষে মসনদে বসতে সক্ষম হবে আম আদমি পার্টি ? না কি লড়াইয়ে শেষ হাসি হাসবে অন্য় কোনও শিবির সেটাই ছিল দেখার ৷ কিন্তু প্রতিদ্বন্দ্বীদের এবার ধুয়ে মুছে সাফ করে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের ঝাড়ু ৷

একই সঙ্গে ক্যাপ্টেন অমরিন্দর সিংহ এবং প্রাক্তন মুখ্য়মন্ত্রী চরণজিৎ সিং চান্নি যখন পরাজয় স্বীকার করত বাধ্য হলেন, তখন ধুরি কেন্দ্র দৌড় জিতে নিয়েছেন আম আদমি পার্টির মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী তথা বিখ্য়াত কৌতুক অভিনেতা ভগবন্ত সিং মান ৷ ধুরি বিধানসভা আসন সাঙ্গুর জেলায়। এই আসনে কংগ্রেস বিধায়ক দলবীর গোল্ডির বিরুদ্ধে লড়ছিলেন ভগবন্ত (Comedian Bhagwant Singh Mann )।

আম আদমিকে আগেই হাসিতে মাতিয়ে ছিলেন ভগবন্ত, আজ তাঁর 'মান' রাখল জনতাও

কমিডিয়ান থেকে মুখ্য়মন্ত্রী হওয়ার দৌড় কেমন ছিল মানের ? 2011 সালে সক্রিয় রাজনীতিতে এসেছিলেন মান ৷ তাঁর রাজনৈতিক যাত্রা কিন্তু আম আদমি পার্টি দিয়ে শুরু হয়নি ৷ পিপলস পার্টি অব পঞ্জাবের হয়ে নিজের কেরিয়ার শুরু করলেও প্রথম বিধানসভা নির্বাচন জিততে পারেননি ভগবন্ত ৷ এরপর 2014 সালে পঞ্জাবের সাঙ্গরু জেলা থেকে তাঁর প্রথম জয় তাঁকে পৌঁছে দেয় লোকসভায় ৷ 2019 সালেও ফের লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি ৷

যদিও এই জয়ের পরেও তাঁর বিপদ ডেকে এনেছিল সুরাপ্রীতি ৷ 2016 সালে তাঁর বিরুদ্ধে এও অভিযোগ ওঠে তিনি নাকি মদ্যপ অবস্থায় সংসদে প্রবেশের চেষ্টা করেছিলেন ৷ তিনি কমিডি করেন, মদ খেতে ভালবাসেন সর্বপরি তিনি সিরিয়াস নন, এমন নানা অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ শেষ পর্যন্ত নিজের মাকে পাশে নিয়ে তিনি মদ্য়পান না-করার প্রতিজ্ঞা করেন ভগবন্ত ৷ তাঁর ভাবমূর্তি যে নষ্ট হয়নি, আরও একবার প্রমাণ হল ৷

আরও পড়ুন: আপের জয়ে পঞ্জাববাসীকে ধন্যবাদ কেজরিওয়ালের

একসময় ভগবন্তের টিভি শো 'জুগনু মাস্ত মাস্ত' দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ত সকলে ৷ তাঁর হাস্য়কৌতুকের ক্যাসেট বিক্রি হত হট কেকের মতই ৷ সেই জনপ্রিয় কমিডিয়ানকেই এবার মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বেছে নেন অরবিন্দ ৷ কেজরিওয়ালের মুখে আজ হাসি ফোটালেন ভগবন্ত ৷ শুধু তাই নয় একটা সময় আরও একটি মজার ঘটনা আজ ঘটে গেল পঞ্জাবে ৷ 2006 সালে 'লাফটার চ্যালেঞ্জ' নামক জনপ্রিয় কমিডি শো-য়ে বিচারক ছিলেন নভজ্যোত সিং সিধু ৷ প্রতিযোগী ছিলেন ভগবন্ত ৷ সে সময় বিচারকের মুখে হাসি ফুটিয়ে বহু প্রশংসা কুড়িয়েছেন এই শিল্পী ৷ তবে এবার শেষ হাসি হাসলেন মানই ৷ কারণ কংগ্রেসের বিপর্যয়ের সঙ্গে সঙ্গে তরী ডুবেছে সিধুরও ৷ যাই হোক পঞ্জাবের আমজনতার মুখে হাসি ফোটানোর গুরুদায়িত্ব এবার এসে পড়ল ভগবন্তের কাঁধে ৷ নিজের জয়ের পর টুইট করে ভগবন্ত এদিন জানিয়েছেন, "পরিবর্তন এবং সৎ রাজনীতির পক্ষে রায় দেওয়ার জন্য পাঞ্জাবের জনগণকে আন্তরিক ধন্যবাদ ।"

ABOUT THE AUTHOR

...view details