হায়দরাবাদ, 16 ফেব্রুয়ারি:মায়ের তরফে কিংবদন্তি কিশোর কুমারের আত্মীয় ছিলেন প্রখ্য়াত সুরকার বাপ্পি লাহিড়ী ৷ তাঁদের মধ্য়ে ছিল মামা-ভাগ্নের সম্পর্ক ৷ কিশোর কুমারের সঙ্গে একাধিক গানে গলা দিয়েছেন ভারতের 'ডিস্কো কিং' ৷ কিশোর কীভাবে রেকর্ডিংয়ের সময়টা নানান হাসি ঠাট্টা আর মজায় মাতিয়ে তারই একটি গল্প একবার সকলকে জানিয়েছিলেন বাপ্পিদা ৷ সেটাই ছিল বাপ্পিদার সঙ্গে কিশোর কুমারের শেষ সঙ্গীতের রেকর্ডিং ৷ মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী অভিনীত 'ওয়াক্ত কী আওয়াজ' ছবির জন্য় মেহবুব স্টুডিওতে গান রেকর্ডিং করছিলেন কিশোর কুমার ৷ গানটি ছিল যাকে বলে একটু দুষ্টু মিষ্টি গান, কিন্তু সেই গান কিশোর কুমার এমন করে গেয়েছিলেন যে হাসতে হাসতে রীতিমত চোখের জলে নাকের জলে অবস্থা হয়েছিল সকলের (Bappi Lahiri Kishore Kumar last song )৷
সেদিনের কথা স্মরণ করে বাপ্পিদা বলেছিলেন, "সেদিন, মামা সবাইকে এতটা হাসিয়েছিলেন যে আমরা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছিলাম । তারপর যাওয়ার সময় তিনি আমাকে বললেন, 'বাপ্পি আজ ম্যানে হাসায়া, ম্যায় যব নেহি রহুঙ্গা তো ইয়াদ করোগে কিশোর মামা কো'। আমি ছ'টায় মেহবুব স্টুডিও ত্যাগ করলাম এবং দুটোয় বাড়িতে খবর পেলাম যে তিনি আর নেই । মামার জন্য আমার চোখে জল। আমি তাঁর খুব কাছের ছিলাম। অমিত কুমার এবং সুমিত কুমার তাঁর সন্তান কিন্তু আমি তাঁর খুব কাছের ছিলাম, অন্য কারও চেয়ে বেশি ৷"