মুম্বই, 1 নভেম্বর :অভিযুক্ত যে আরিয়ান খানকে (Aryan Khan) মাদক সরবরাহ করত, হোয়াটসঅ্যাপ চ্যাট (WhatsApp chat) ছাড়া তার আর কোনও যথোপযুক্ত প্রমাণ মেলেনি ৷ এ কথাই জানাল মুম্বইয়ের বিশেষ আদালত ৷ নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (NCB) পঞ্চনামা রেকর্ড নিয়েও প্রশ্ন তুলেছে আদালত ৷
গত সপ্তাহে ক্রুজের মাদক মামলায় অচিত কুমারকে জামিন দিয়েছে বিশেষ আদালত ৷ তার সবিস্তার রায়ের প্রতিলিপি প্রকাশ্যে আসে রবিবার ৷ তাতেই দেখা গিয়েছে, শাহরুখ-পুত্র আরিয়ান ও তাঁর বন্ধু আরবাজ মার্চেন্টকে অচিত মাদক সরবরাহ করেছেন, তার যথোপযুক্ত প্রমাণ হোয়াটসঅ্যাপ চ্যাটে পাওয়া তথ্যে মেলেনি ৷ এনসিবি-র পঞ্চনামা রেকর্ডের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে আদালত বলেছে, সেগুলি মিথ্যে ও সন্দেহজনক বলে মনে হচ্ছে ৷
এনডিপিএস আইনের আওতায় মামলাগুলির দায়িত্বে থাকা বিশেষ বিচারক ভিভি পাতিল গত শনিবার অচিত কুমারের জামিন মঞ্জুর করেন ৷ বিস্তারিত রায়ে আদালত নিজের পর্যবেক্ষণ জানাতে গিয়ে বলেছে, আরিয়ান খানের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট ছাড়া এ ধরনের ঘটনায় অচিতের জড়িত থাকার আর কোনও প্রমাণ মেলেনি ৷ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর ভিত্তি করে এটা বলা যায় না যে, আরিয়ান ও আরবাজকে মাদক সরবরাহ করতেন অচিত ৷ আর এই হোয়াটসঅ্যাপ চ্যাট করা হয়েছিল আরিয়ানকে, তাঁকেই বম্বে হাইকোর্ট জামিনে মুক্তি দিয়েছে বলে যুক্তি দেয় বিশেষ আদালত ৷ এই মামলায় গত বৃহস্পতিবার শাহরুখ-পুত্রের জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট ৷