পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

স্বস্তিকার মুখে রামনাম ! তিনিও যাচ্ছেন বিজেপিতে ? - bengal bjp

রাম নিয়ে টুইট করে নতুন জল্পনার জন্ম দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর ইঙ্গিতবাহী টুইটের পরই অনেকে কানাকানি শুরু করেছেন যে, টলিউডের দলবদলের হাওয়ায় তিনিও গেরুয়া শিবিরের পথে হাঁটতে চলেছেন।

west bengal assembly election 2021:swastika mukherjee twitter post over ram creates controversy
স্বস্তিকার মুখে রামনাম ! তিনিও যাচ্ছেন বিজেপিতে ?

By

Published : Feb 24, 2021, 11:03 AM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: টলিউডে এখন দলবদলের হাওয়া । তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক । সেই জোয়ারেই কি এ বার গা ভাসাতে চলেছেন টলিউডের আর এক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ? তাঁর সাম্প্রতিক টুইটে এই জল্পনা দানা বেঁধেছে ।

কেন টুইটে বিতর্ক ?

মঙ্গলবার নিজের হ্যান্ডেল থেকে একটি টুইট করেন স্বস্তিকা । তাতে লেখা রয়েছে, ''রাম তোমার । রাম আমার । ভুতের মুখে পরলেও রাম নাম । শ্মশান যাত্রীদের মুখেও রাম নাম । অশুভ দূর করতেও কত কোটিবার রাম রাম বলেছি। রাম তো আছেই যত্র তত্র সর্বত্র ।'' সাম্প্রতিক আবহে আচমকা অভিনেত্রীর এই টুইটে স্বাভাবিকভাবেই ধন্ধ তৈরি হয়েছে ।

টলিউডের দাপুটে অভিনেত্রী স্বস্তিকা । পা রেখেছেন বলিউডেও । অভিনয়ের দক্ষতার পাশাপাশি তিনি পরিচিত তাঁর স্পষ্ট কথার জন্য । নানা সময়ে নানা ইশুতে খোলামেলা ও সাহসী মন্তব্য করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে । তবে রাজনীতিকে যোগ দেওয়ার ব্যাপারে এর আগে কখনও তাঁর মুখে কোনও কথা শোনা যায়নি । তবে বিশেষ কোনও ইঙ্গিত দিতেই তাঁর এই টুইট কি না, তা নিয়ে বিনোদুনিয়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে । একঝাঁক তারকার মতোই ভোটের মুখে স্বস্তিকাও গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে অনেকে মনে করছেন । তবে এ ব্যাপারে স্পষ্ট কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেত্রীর তরফে ।

আরও পড়ুন:বিশাল জয় স্বস্তিকার, মুগ্ধ স্বয়ং সুস্মিতা সেন

সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকরের ডাকে এক মঞ্চে দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, পাওলি দামের মতো টলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের । অভিনেত্রী সায়নী ঘোষের মুখেও শোনা গিয়েছে রামের প্রতি তাঁর শ্রদ্ধার কথা । এ বার স্বস্তিকার এমন টুইটে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, স্বস্তিকা কি বিজেপিতে যোগ দিচ্ছেন? এর উত্তর দেবে সময় ।

ABOUT THE AUTHOR

...view details