পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এক তারকাকে দলে নিতে 7 কোটি দিয়েছে বিজেপি, শ্রীলেখার তোপে পাল্টা রিমঝিমের - west bengal assembly election 2021

ফেসবুকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ তাঁর অভিযোগ, এক তারকাকে দলে নিতে 7 কোটি টাকা দিয়েছে বিজেপি ৷ তবে এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন রিমঝিম মিত্র ৷

west bengal assembly election 2021: Sreelekha mitra says that bjp paid rs 7 crores to a star, rimjhim mitra demands proof
এক তারকাকে দলে নিতে 7 কোটি দিয়েছে বিজেপি, শ্রীলেখার তোপে পাল্টা রিমঝিমের

By

Published : Mar 16, 2021, 8:36 AM IST

Updated : Mar 16, 2021, 9:32 AM IST

কলকাতা, 16 মার্চ: এক তারকাকে দলে নেওয়ার জন্য বিজেপি 7 কোটি টাকা দিয়েছে ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ নিজের ফেসবুকের পাতায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ আনেন বামপন্থী এই অভিনেত্রী ৷ তবে তাঁর এই মন্তব্যের পরই কড়া ভাষায় জবাব দিয়েছেন আর এক অভিনেত্রী রিমঝিম মিত্র ৷ বিজেপির এই তারকা-নেত্রী হুঁশিয়ারির সুরে বলেছেন অভিযোগের প্রমাণ দিতে না-পারলে শ্রীলেখার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷

ফেসবুকে শ্রীলেখা তাঁর পোস্টে লিখেছিলেন, "জানতে পারলাম যে, বিজেপি তাঁদের দলে নেওয়ার জন্য একজন স্টার সেলিব্রিটিকে 7 কোটি টাকা দিয়েছে ৷" তবে তিনি কার কথা বলতে চেয়েছেন, তা খোলসা করেননি অভিনেত্রী ৷ এই পোস্ট করার পরই তাতে একের পর এক কমেন্ট পড়তে থাকে ৷ কমেন্ট করেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রিমঝিম মিত্রও ৷ বিজেপি কাকে সেই টাকা দিয়েছে বলে প্রশ্ন তোলেন তিনি ৷ হুমকির সুরে বলেন, কোনও প্রমাণ ছাড়া এমন সরাসরি অভিযোগ করলে সমস্যায় পড়তে হতে পারে ৷ প্রমাণ দেখাতে না-পারলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারিও দেন তিনি ৷ এরপর সেই কমেন্ট বক্সেই শ্রীলেখা রিমঝিমের উদ্দেশে লেখেন, "আমি তোকে প্রমাণ নিয়ে নামটা বলব ৷"

তবে সেখানেই কথা থেমে যায়নি ৷ চলতে থাকে কমেন্ট যুদ্ধ ৷ জবাবে রিমঝিম আবারও লেখেন যে, "শ্রীলেখা দি, নাম এবং প্রমাণ অবশ্যই বলো কিন্তু, নয়তো আইনি দিকে যাবে দল ৷" যদিও এই হুমকির মুখে এতটুকুও পিছু হঠেননি শ্রীলেখা ৷ নিজের বক্তব্যেই অটল থাকেন তিনি ।

আরও পড়ুন:লিপস্টিকের রঙেও রাজনীতি খুঁজছেন শ্রীলেখা

তাঁর এই পোস্ট ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় । 18 ঘণ্টায় দু হাজারেরও বেশি লাইক পড়েছে এই পোস্টে । শেয়ার করা হয়েছে 123 বার । এবং কমেন্ট পড়েছে 121 টি । শ্রীলেখা যে অভিযোগ করেছেন, তার সপক্ষে তিনি এখন কী প্রমাণ দেন তারই অপেক্ষায় থাকবে মানুষ । পাশাপাশি বিজেপির তরফে বামপন্থী এই অভিনেত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না, সে দিকেও নজর থাকবে । তবে এই নিয়ে নেট যুদ্ধ যে আপাতত অব্যাহতই থাকছে, তা স্পষ্ট বুঝতে পারছেন অনেকেই ।

Last Updated : Mar 16, 2021, 9:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details