কলকাতা, 14 মার্চ: বাড়ির কুকুরকে আদর ৷ ঝলমলে পোশাকে পোজ় ৷ কিমবা বিকিনি পরে ফটোশ্যুট ৷ সেলেব্রিটিদের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এই সব ছবিতেই অভ্যস্ত সবাই ৷ তবে এখন সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ আর এ বারের ভোটের নানা রঙের মধ্যে একে আরও রঙিন করে তুলেছে তারকা সমাবেশ ৷ ভোটের মুখেই একের পর এক তারার হাতে উঠেছে নানা রঙের পতাকা ৷ অনেকে ইতিমধ্যেই প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৷ অনেকে আবার এখনও সেই আশায় রয়েছেন ৷ স্বাভাবিকভাবেই রাজনীতির রঙ বদলের সঙ্গে সঙ্গে চরিত্র বদলে গিয়েছে সেলেব ডায়েরির ৷ এখন সেলেব্রিটিদের সোশ্যাল মিডিয়ার পাতায় শুধুই বাজছে ভোটের দামামা ৷
তৃণমূলের প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ৷ তাতে নাম রয়েছে রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো গ্ল্যামার জগতের অনেকেরই ৷ বিজেপিও প্রথম দু দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে নাম রয়েছে অভিনেতা হিরণের ৷ জল্পনায় রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, পায়েল সরকার, অঞ্জনা বসুদের মতো অভিনেত্রীদের নামও ৷ আর এঁদের সবার ফেসবুক, টুইটারের প্রোফাইলে এখন ঘোরাফেরা করছে শুধুই রাজনৈতিক প্রচারমূলক পোস্ট ৷
ব্যারাকপুর কেন্দ্র থেকে রাজ চক্রবর্তীকে দাঁড় করিয়েছে তৃণমূল ৷ দিনভর এখন সেই কেন্দ্রেই সময় কাটাচ্ছেন পরিচালক ৷ বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, গল্প করছেন, সেলফি তুলছেন ৷ গলায় মালা পরিয়ে, ফুল ছড়িয়ে তারকা প্রার্থীকে বরণ করে নিতে মানুষের উত্সাহও ক্যামেরাবন্দি হয়েছে ৷ সেই ছবি ভিডিয়োতেই নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়াল লিখন চালিয়ে যাচ্ছেন রাজ ৷
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তৃণমূলের আর এক প্রার্থী সায়নী ঘোষ ৷ নিজের প্রচারের ছবি ভিডিয়ো নিয়মিত তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায় ৷ আসানসোলের রাস্তায় হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর ছবি তুলে ধরেছেন তিনি ৷ অভিনেত্রীকে পেয়ে তাঁর সঙ্গে কথা বলা, সেলফি নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি অনেকেই ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে অভিষেক ঘটেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ৷ এ বার বাঁকুড়ায় তৃণমূলের হয়ে লড়ছেন তিনি ৷ অন্যান্যদের মতোই সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে যাচ্ছেন ৷ নিজের কোনও সিনেমার প্রোমোশন নয়, এখন তাঁর টুইটার-ফেসবুকে শুধুই বিজেপি বিরোধী পোস্ট ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান ৷ মানুষের আশীর্বাদ চেয়ে ভোটের তরী পার করতে ব্যস্ত তিনি ৷