হায়দরাবাদ : 2020 সালটা যেন ঠিন করেই এসেছে যে কোনও সুখের খবর দেবে না । একদিকে কোরোনা তাণ্ডব, তার সঙ্গে লাগাতার মৃত্যু সংবাদ । কোনও মৃত্যু কোরোনার থাবায় তো কোনও মৃত্যু আকস্মিক, কোনওটা আবার বয়সজনিত কারণে । আজ অর্থাৎ 8 সেপ্টেম্বর সকালে এল তেমনই এক দুঃসংবাদ । প্রয়াত জনপ্রিয় দক্ষিণী কমেডিয়ান-অভিনেতা জয়প্রকাশ রেড্ডি ।
বয়স হয়েছিল 74 । হার্ট অ্যাটাক হয়ে বাথরুমেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জয়প্রকাশ । খবরটি শুনে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে । সোশাল মিডিয়ায় একের পর এক শোকবর্তা আসতে থাকে একাধিক সেলেবদের থেকে ।