কলকাতা : আজ প্রিয়া সিনেমা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হল তারকাদের । অনুষ্ঠানে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্দীপ রায়, সুদীপ্তা চক্রবর্তী, ঋদ্ধি সেন, শুভশ্রী গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, তুহিনা দাস, অনির্বাণ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, অনুসূয়া মজুমদার, রাইমা সেন, চূর্ণী গাঙ্গুলি সহ আরও অনেকে ।
এক ঝলকে দেখে নেওয়া যাক কোন তারকা কী পুরস্কার পেলেন...
সত্যজিৎ রায় জীবনকৃতি সম্মান': চিত্রগ্রাহক সৌমেন্দু রায়
সেরা ছবি : নগরকীর্তন
সেরা পরিচালক : কৌশিক গাঙ্গুলি (নগরকীর্তন)
সেরা অভিনেত্রী : শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা)
সেরা অভিনেতা : ঋদ্ধি সেন (নগরকীর্তন)
সেরা মিউজ়িক : অনুপম রায় ও প্রসেন (শাহজাহান রিজেন্সি)
সেরা সিনেমাটোগ্রাফার : শুভঙ্কর ধর (কেদারা)
বেস্ট সাউন্ড ডিজ়াইনার : অনিন্দিতা ও দীপ সিংহ (কণ্ঠ)