পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনুষ্ঠিত WBFJA অ্যাওয়ার্ড, একাধিক পুরস্কার 'নগরকীর্তন'-এর ঝুলিতে - wbfja award ceremony

চল্লিশটি ছবিকে নির্বাচন করা হয় এই প্রতিযোগিতায় । আজ প্রিয়া সিনেমা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হল তারকাদের ।

্িু
্িু

By

Published : Jan 12, 2020, 7:14 PM IST

কলকাতা : আজ প্রিয়া সিনেমা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হল তারকাদের । অনুষ্ঠানে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্দীপ রায়, সুদীপ্তা চক্রবর্তী, ঋদ্ধি সেন, শুভশ্রী গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, তুহিনা দাস, অনির্বাণ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, অনুসূয়া মজুমদার, রাইমা সেন, চূর্ণী গাঙ্গুলি সহ আরও অনেকে ।

এক ঝলকে দেখে নেওয়া যাক কোন তারকা কী পুরস্কার পেলেন...

সত্যজিৎ রায় জীবনকৃতি সম্মান': চিত্রগ্রাহক সৌমেন্দু রায়

সেরা ছবি : নগরকীর্তন

সেরা পরিচালক : কৌশিক গাঙ্গুলি (নগরকীর্তন)

সেরা অভিনেত্রী : শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা)

.

সেরা অভিনেতা : ঋদ্ধি সেন (নগরকীর্তন)

সেরা মিউজ়িক : অনুপম রায় ও প্রসেন (শাহজাহান রিজেন্সি)

সেরা সিনেমাটোগ্রাফার : শুভঙ্কর ধর (কেদারা)

বেস্ট সাউন্ড ডিজ়াইনার : অনিন্দিতা ও দীপ সিংহ (কণ্ঠ)

সেরা আর্ট ডিরেক্টর : শিবাজি পাল (গুন্ডামি)

.

সেরা সহ অভিনেত্রী : লিলি চক্রবর্তী (সাঁঝবাতি) ও সুদীপ্তা চক্রবর্তী (জ্যেষ্ঠপুত্র)

সেরা সহ অভিনেতা : রুদ্রনীল ঘোষ (কেদারা)

সেরা কৌতুক অভিনেতা : অনির্বাণ ভট্টাচার্য (বিবাহ অভিযান)

.

সেরা খলনায়ক : ঋত্বিক চক্রবর্তী (ভিঞ্চি দা)

সেরা প্লেব্যাক সিংগার (পুরুষ) : অনির্বাণ ভট্টাচার্য (শাহজাহান রিজেন্সি), তিমির বিশ্বাস (রাজলক্ষ্মী ও শ্রীকান্ত)

সেরা প্লেব্যাক সিংগার (মহিলা) : লগ্নজিতা চক্রবর্তী (সোয়েটার)

.

সেরা মেকআপ আর্টিস্ট : রামচন্দ্র রাজ্জাক (নগরকীর্তন)

সেরা কস্টিউম ডিজ়াইনার : গোবিন্দ মণ্ডল (নগরকীর্তন)

মোস্ট পপুলার ফিল্ম : দুর্গেশগড়ের গুপ্তধন

.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details