পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পুরুলিয়ায় শুটিং শুরু হল 'স্যাক্রিফাইজ়'-এর - স্যাক্রিফাইস বাংলা ছবি

পরিচালক স্বপন নন্দীর বাংলা ছবি 'স্যাক্রিফাইজ়'-এর শুটিং শুরু হল পুরুলিয়ায় । পুরুলিয়ার জয়চন্ডী পাহার, যেখানে এক সময়ে শুটিং করেছিলেন সত্যজিৎ রায়, সেখানেই শুটিং শুরু হল এই বাংলা ছবির ।

Satyajit Ray bengali fil sacifice
Satyajit Ray bengali fil sacifice

By

Published : Jan 29, 2020, 3:09 PM IST

পুরুলিয়া : পুরুলিয়া জেলার অন্যতম বড় পর্যটনকেন্দ্র হল জয়চন্ডী পাহাড় । সেখানে স্বপন নন্দী শুরু করলেন তাঁর ফিল্মের শুটিং । মূলত প্রেমের গল্প 'স্যাক্রিফাইজ়'-এ মুখ্য ভূমিকায় সোমা ইন্দু দে ও অমিতাভ ভট্টাচার্য ।

শুটিংয়ের দৃশ্য

রাজ্যের বিভিন্ন প্রান্তেই হবে ছবির শুটিং । তার মধ্যে জয়চন্ডী পাহাড়ে জেলার কিছু ছেলেমেয়েদের নিয়ে একটি বিশেষ অংশ শুট করা হল । পুরুলিয়া জেলার ছেলে অশীস ব্যানার্জি ও নবীন চক্রবর্তী অভিনয় করছেন এই ছবিতে । অন্যদিকে মিউজ়িক সেকশনে রয়েছেন পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে খুদে নৃত্য় শিল্পীরা ।

শুটিংয়ের দৃশ্য

স্বপন নন্দী বলেন, "এই জেলায় এসে এখানকার মানুষদের সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে । এখানে সবার সহযোগিতা পেয়ে খুব সুন্দর করে কাজ করতে পারছি ।"

শুটিংয়ের দৃশ্য

অন্যদিকে সোমা ইন্দু বলেন, "পুরুলিয়ার সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে । এখানকার মানুষের আতিথেয়তা ও সহযোগিতা পেয়ে আমি আপ্লুত ।"

একই সুরে অমিতাভ বললেন, পুরুলিয়ার মাটির গন্ধ যেন মন ভোলানো ।

ABOUT THE AUTHOR

...view details