কলকাতা : সপরিবারে ডেভিড হেয়ার ট্রেনিং স্কুলে ভোট দিলেন মুনমুন সেন। স্বামী ভরত দেব বর্মণ, আর দুই মেয়ে রাইমা আর রিয়া ছিলেন সঙ্গে।
সপরিবারে ভোট দিলেন মুনমুন সেন - Raima Sen
লোকসভা ভোট একটা উৎসব। নিজের গণতান্ত্রিক অধিকারকে ব্যবহার করার একটা পন্থা। তাই শত ব্যস্ততা সত্ত্বেও সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা ভোট দিলেন।
মুনমুন সেন
ভোট দিতে ঢোকার আগে প্রত্যেকে নিজেদের ভোটার আইকার্ড দেখালেন। ছবি তুললেন রিপোর্টারদের অনুরোধে।
দেখুন ভিডিয়োয়...