কলকাতা : পুনেতে সিনেমা নিয়ে পড়াশোনা করেন অভিনেত্রী চৈতি ঘোষালের পুত্র অমর্ত্য রায় । লকডাউন হওয়ার ঠিক দু'দিন আগেই কলকাতায় এসে আটকে পড়েছেন অমর্ত্য । তবে পরিবারের কাছে থাকার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটিকে পুরোদমে কাজে লাগাচ্ছেন এই নিঃসঙ্গ সময়ে । সঙ্গী অবশ্যই মা চৈতি ঘোষাল । দুজন মিলে নতুন চমক নিয়ে আসছেন দর্শকের জন্য । তাই নিয়ে ETV ভারতে সিতারার সঙ্গে কথা বললেন চৈতি ও অমর্ত্য।
আগামী 25 এপ্রিল আসতে চলেছে চৈতি ঘোষালের ইউটিউব চ্যানেল । তবে চৈতি একা নন, সেখানে ওতপ্রোতভাবে যুক্ত অমর্ত্যও, তাই চ্যানেলের নামও ঠিক করা হয়েছে 'চৈতি ও অমর্ত্য' । আর সেখানেই পুত্র অমর্ত্যর প্রথম বাংলা গান প্রকাশ পাবে 'আমি না তুমি' । এর আগে অমর্ত্য অভিনীত প্রথম হিন্দি ছবি '22 ইয়ার্ডস'এ গান লিখেছিলেন অমর্ত্য । সেই অর্থে দেখতে গেলে এটা তাঁর প্রথম বাংলা গান । ছবির দুনিয়ায় আসার আগে গান নিয়ে রীতিমতো মেতে থাকতেন তিনি । এই বাংলা গান সৃষ্টির নেপথ্যে ফাঁকা রাস্তা, শান্ত কোলাহলহীন পরিবেশেই অনুপ্রেরণা হয়ে উঠেছে তাঁর ।