পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চৈতির ইউটিউব চ্যানেল, গান তৈরি করলেন ছেলে অমর্ত্য - চৈতি ঘোষালের ইউটিউব চ্যানেল

নিজের ইউটিউব চ্যানেল আনছেন চৈতি ঘোষাল । সঙ্গে দিচ্ছেন ছেলে অমর্ত্য ।

chaity Ghoshal Youtube channel
chaity Ghoshal Youtube channel

By

Published : Apr 23, 2020, 11:02 PM IST

কলকাতা : পুনেতে সিনেমা নিয়ে পড়াশোনা করেন অভিনেত্রী চৈতি ঘোষালের পুত্র অমর্ত্য রায় । লকডাউন হওয়ার ঠিক দু'দিন আগেই কলকাতায় এসে আটকে পড়েছেন অমর্ত্য । তবে পরিবারের কাছে থাকার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটিকে পুরোদমে কাজে লাগাচ্ছেন এই নিঃসঙ্গ সময়ে । সঙ্গী অবশ্যই মা চৈতি ঘোষাল । দুজন মিলে নতুন চমক নিয়ে আসছেন দর্শকের জন্য । তাই নিয়ে ETV ভারতে সিতারার সঙ্গে কথা বললেন চৈতি ও অমর্ত্য।

আগামী 25 এপ্রিল আসতে চলেছে চৈতি ঘোষালের ইউটিউব চ্যানেল । তবে চৈতি একা নন, সেখানে ওতপ্রোতভাবে যুক্ত অমর্ত্যও, তাই চ্যানেলের নামও ঠিক করা হয়েছে 'চৈতি ও অমর্ত্য' । আর সেখানেই পুত্র অমর্ত্যর প্রথম বাংলা গান প্রকাশ পাবে 'আমি না তুমি' । এর আগে অমর্ত্য অভিনীত প্রথম হিন্দি ছবি '22 ইয়ার্ডস'এ গান লিখেছিলেন অমর্ত্য । সেই অর্থে দেখতে গেলে এটা তাঁর প্রথম বাংলা গান । ছবির দুনিয়ায় আসার আগে গান নিয়ে রীতিমতো মেতে থাকতেন তিনি । এই বাংলা গান সৃষ্টির নেপথ্যে ফাঁকা রাস্তা, শান্ত কোলাহলহীন পরিবেশেই অনুপ্রেরণা হয়ে উঠেছে তাঁর ।

মা-ছেলে

তবে রয়েছে আরও চমক । অমর্ত্য আমাদের জানিয়েছেন, "এই মিউজ়িক ভিডিয়োয় সিঙ্গাপুর থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত মুখার্জি, তথাগত মুখার্জি, দেবেশ চট্টোপাধ্যায়, কথাকলি রুদ্রও রয়েছেন । মা প্রথমবার ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান হয়ে কাজ করলেন । তিনি প্রোডিউসও করছেন । এটা আমাদের হোম প্রোডাকশন 'চৈতি ও অমর্ত্য'। ইউটিউব চ্যানেলটাও শুরু করব । সেখানে ভবিষ্যতে আরও ইন্টারেস্টিং বিষয়বস্তু থাকবে ।"

তিনি আরও বলেন, "আমি এর আগে প্রফেশনালিও গান কম্পোজ় করেছি । 22 ইয়ার্ডসের জন্য দুটো গান কম্পোজ় করেছিলাম । কলকাতার ইন্ডি-মিউজ়িক সার্কিটের একটা অংশ ছিলাম । অনেক শো করতাম । এখন বাড়িতে থাকছি, সঙ্গে সবসময় গিটার নিয়ে ঘুরি । আইডিয়া প্রচার করতে গান বানাইনি । আমার মনে হয় আর্টের মধ্যে মেসেজ ঢোকাতে হয় না । গানটা তৈরি করে প্রোডাকশন করেছি আমার এক মিউজিশিয়ান বন্ধুর সঙ্গে, স্বর্ণদ্বীপ বলে ।"

ABOUT THE AUTHOR

...view details