কলকাতা : সেই 17 মার্চ এই EIMPA হাউজ়েই ঘোষণা করা হয়েছিল, এই প্যানডেমিক পরিস্থিতিতে সিনেমা হলে জনসমাগম এড়ানোর জন্যই হলগুলো বন্ধ করা হল । ব্যাস, তারপর থেকে সমস্ত সিনেমা হল, থিয়েটার সব বন্ধ । হলে গিয়ে সিনেমা দেখার আনন্দ থেকে বঞ্চিত হয়ে পড়ে আছে মানুষ । কর্মীরা মাসের পর মাস বেকার । হল মালিক, ডিস্ট্রিবিউটরদেরও মাথায় হাত । কবে খুলবে হল প্রহর গুনছে সবাই ।
সকলেই আশা করেছিল, 'আনলক-4-এর সময়কালে সিনেমা হল খোলার অনুমতি মিলবে । কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও অনুমতি দেয়নি । যে কারণে হল মালিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে । 6 মাস ধরে তুমুল অর্থনৈতিক ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা ।