পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এটা রিউমার, বাবা সুস্থ আছেন : সৌমিত্র কন্যা পৌলমী - soumitra chatterjee death rumor

অসুস্থ সৌমিত্র চ্যাটার্জি ? আজ সকাল থেকে এই খবর উড়ছে সোশাল মিডিয়ায় । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

poulomi bose on father's death rumor
poulomi bose on father's death rumor

By

Published : Apr 30, 2020, 10:11 PM IST

কলকাতা : গত 36 ঘণ্টায় পরপর দুটি মৃত্যু সংবাদে চমকে উঠেছে দেশ । ইরফান খান ও ঋষি কাপুর । ঋষি কাপুরের মৃত্যুর খবর আসা মাত্রই একটি খবর শোনা যায় যে, হাসপাতালে ভরতি সৌমিত্র চ্যাটার্জি । বিষয়টির সত্যতা জানতে সৌমিত্রকে ফোন করে ETV ভারত সিতারা ।

আশি ঊর্ধ্ব সৌমিত্র বললেন, "আমি সুস্থ আছি । ঋষি কাপুর ও ইরফানের মৃত্যু সংবাদ পেয়েছি । খুব খারাপ খবর ।"

এরপর সৌমিত্রর কন্যা পৌলমী সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে লেখেন, "আজ সকাল থেকে শুধু ফোন আসছে এটা জানতে, যে আমার বাবা সৌমিত্র চট্টোপাধ্যায় কি অসুস্থ ? কেউ জিজ্ঞেস করছেন তিনি কি হাসপাতালে ভরতি ? কেউ কেউ আবার খুব সঙ্গত হয়ে জানতে চাইছেন সব ঠিক আছে কিনা...সবাইকে জানাচ্ছি এটা একটা বাজে রিউমার... সৌমিত্র চট্টোপাধ্যায় সুস্থ আছেন, বাড়িতে আছেন..."

পৌলমী আরও লিখেছেন, "বই পড়ে, ছবি এঁকে, নাটক লিখে সময় কাটাচ্ছেন...প্লিজ ডোন্ট ওয়ারি... চিন্তা করবেন না... হি ইজ় ফাইন... উনি ঠিক আছেন" ।

সোশাল মিডিয়ায় ভুয়ো খবরের সংখ্যা বাড়ছে দিনে দিনে । সৌমিত্র চ্যাটার্জি ছাড়াও নাসিরুদ্দিন শাহের অসুস্থতা নিয়েও উড়ছে কিছু খবর । তবে সৌমিত্র ও নাসিরুদ্দিন দু'জনেই সুস্থ, এই খবর শান্তি দিয়েছে অনুরাগীদের ।

ABOUT THE AUTHOR

...view details