সিঙ্গাপুর : এত বছরের ক্যারিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্ত রবীন্দ্রনাথের লেখা গল্পের চরিত্র হিসেবে অভিনয় করেছেন, তাঁর লেখা গানে নেচেছেন, লিপ দিয়েছেন । আর আজ সেই সমস্ত নাচ-গান-নাটকের দৃশ্যের মাধ্যমেই গুরুদেবকে শ্রদ্ধা জানালেন অভিনেত্রী ।
ঋতুপর্ণা আমাদের বলেন, "আজ রবীন্দ্রজয়ন্তী । তাঁর 159তম জন্মদিন । এই দিনটা আমাদের খুবই কাছের, খুবই আপনার । কবিগুরুর জন্মদিন মানেই উৎসব । ওঁর অসীম ভাণ্ডার থেকে আমরা কিছু না কিছু করেই থাকি । প্রত্যেক বছরই রবীন্দ্রজয়ন্তীতে কোনও না কোনও অনুষ্ঠান থাকে । আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে নাচ করি, অনুষ্ঠান করি । কবিতা পাঠ হয় । তবে এবার পুরোটাই সিঙ্গাপুরে এবং লকডাউনের মধ্যেই আমরা চেষ্টা করছি কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু করতে ।