পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অভিনব উপায়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন ঋতুপর্ণা - ঋতুপর্ণা সেনগুপ্তর খবর

ঋতুপর্ণা সেনগুপ্তর জীবনে রবীন্দ্রনাথ অনেকটা জায়গা জুড়ে রয়েছেন । তাঁর শিল্প, চেতনা, মননকে গড়ে তুলতে সাহায্য করেছেন রবীন্দ্রনাথ । তাঁর ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন রবীন্দ্রনাথ । আজ কবিগুরুর জন্মতিথিতে সুদূর সিঙ্গাপুরে বসেও কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন ঋতুপর্ণা । একটি ভিডিয়ো তৈরি করেছেন কবিগুরুকে নিয়ে । কী আছে সেই ভিডিয়োতে ?

rituparna sengupta gives tribute to rabindranath
rituparna sengupta gives tribute to rabindranath

By

Published : May 8, 2020, 9:02 PM IST

সিঙ্গাপুর : এত বছরের ক্যারিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্ত রবীন্দ্রনাথের লেখা গল্পের চরিত্র হিসেবে অভিনয় করেছেন, তাঁর লেখা গানে নেচেছেন, লিপ দিয়েছেন । আর আজ সেই সমস্ত নাচ-গান-নাটকের দৃশ্যের মাধ্যমেই গুরুদেবকে শ্রদ্ধা জানালেন অভিনেত্রী ।

ঋতুপর্ণা আমাদের বলেন, "আজ রবীন্দ্রজয়ন্তী । তাঁর 159তম জন্মদিন । এই দিনটা আমাদের খুবই কাছের, খুবই আপনার । কবিগুরুর জন্মদিন মানেই উৎসব । ওঁর অসীম ভাণ্ডার থেকে আমরা কিছু না কিছু করেই থাকি । প্রত্যেক বছরই রবীন্দ্রজয়ন্তীতে কোনও না কোনও অনুষ্ঠান থাকে । আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে নাচ করি, অনুষ্ঠান করি । কবিতা পাঠ হয় । তবে এবার পুরোটাই সিঙ্গাপুরে এবং লকডাউনের মধ্যেই আমরা চেষ্টা করছি কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু করতে ।

তিনি আরও বললেন," ওঁর গান আমার ছবিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে । রবীন্দ্রনাথের অনেক ডান্স-ড্রামা করেছি । সব মিশিয়ে একটা ভিডিয়ো বানিয়েছি । সেটা আমার নিজেরও দেখতে খুব ভালো লাগছে এবং আমি আশা করব আমার দর্শকেরও ভালো লাগবে ।"

দেখুন ভিডিয়ো..

ঋতুপর্ণা সেই বিশেষ ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন । দেখে নিন সেই ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details